• রাজস্ব ফাঁকি দেওয়া ৫ পাথরবোঝাই গাড়ি আটকে দিল জমিহারা কমিটি, রঘুনাথপুরে ৫টি গাড়িকে স্পট ফাইন পরিবহণ দপ্তরের
    বর্তমান | ১২ অক্টোবর ২০২৫
  • সংবাদদাতা, রঘুনাথপুর: রাজ্য সরকারকে রাজস্ব ফাঁকি দিয়ে বহুদিন ধরে রঘুনাথপুর তাপবিদ্যুৎ কেন্দ্রে ওভারলোডেড পাথরবোঝাই লরি, ডাম্পার ঢোকানো হচ্ছে। একশ্রেণির সরকারি আধিকারিকের যোগসাজশেই এটা হচ্ছে-দীর্ঘদিন ধরে এমন অভিযোগ জানাচ্ছিলেন স্থানীয়দের একাংশ। অবশেষে শনিবার এলাকার জমিহারা কমিটির সদস্যরা তাপবিদ্যুৎ কেন্দ্রের সামনে বেশ কয়েকটি ওভারলোডেড গাড়ি আটকান। খবর পেয়ে রঘুনাথপুর মহকুমার পরিবহণ দপ্তরের আধিকারিক ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।

    পরিবহণ দপ্তর সূত্রে জানা গিয়েছে, পাঁচটি গাড়িকে মোট ৩লক্ষ ৭৪হাজার টাকা স্পট ফাইন করা হয়েছে। রঘুনাথপুরের মহকুমা শাসক বিবেক পঙ্কজ বলেন, বাইরে রয়েছি। তাই বিষয়টি ঠিক জানা নেই। খোঁজ নিয়ে দেখা হবে।  রঘুনাথপুর তাপবিদ্যুৎ কেন্দ্রের এইচওপি আরকে শ্যামল এবিষয়ে মন্তব্য করতে চাননি।

    রঘুনাথপুর তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হয়েছে। অভিযোগ, সেখানে কাজের জন্য বাইরের শ্রমিকদের আনা হচ্ছে। কাঁচামাল সরবরাহের জন্য এলাকায় ঠিকাদার সংস্থা থাকলেও বহিরাগত ঠিকাদার দিয়ে মাল নেওয়া হচ্ছে। তাই শিল্পের জন্য জমি দেওয়া ‘জমিহারা কমিটি’র সদস্যরা কাজ ও কাঁচামাল সরবরাহে স্থানীয়দের অগ্রাধিকারের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে।

    জমিহারা কমিটির সদস্য তথা জেলা তৃণমূল সম্পাদক স্বপন মাহাথা বলেন, কোনওরকম রয়্যালটি ছাড়া ওভারলোডেড গাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রে ঢোকানো হচ্ছে। এভাবে প্রচুর রাজস্ব ফাঁকি দেওয়া হচ্ছে। আমরা একাধিকবার অভিযোগ জানালেও কাজ হয়নি। এদিন সকালে আমাদের নজরে আসে, কয়েকটি ওভারলোডেড গাড়ি পাথর বোঝাই করে তাপবিদ্যুৎ কেন্দ্রের দিকে আসছে। আমরা ওই সমস্ত গাড়ি আটকাই।

    স্থানীয় বিজেপি বিধায়ক নদীয়ারচাঁদ বাউরি বলেন, ওভারলোডেড গাড়ি আনার বিষয়টি কখনই কাম্য নয়। যে বা যারা একাজে যুক্ত, সেই আধিকারিকদের বিরুদ্ধে তদন্তের দাবি জানাই। স্বপনবাবু বলেন, এই ঘটনাতেই পরিষ্কার, প্রতিদিন কয়েকলক্ষ টাকা রাজস্ব ফাঁকি দেওয়া হচ্ছে। একশ্রেণির আধিকারিকের মদতে এই কাজ চলছে। আমরা ঘটনার তদন্তের জন্য উচ্চপর্যায়ে অভিযোগ জানাব।   রঘুনাথপুর তাপবিদ্যুৎ কেন্দ্রে ওভারলোডেড গাড়ি আটকালো স্থানীয়রা। -নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)