নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: শনিবার ভোর থেকে উত্তপ্ত হয়ে ওঠে নাকাশিপাড়ার বেথুয়াডহরি এলাকা। জাতীয় সড়ক ১২ অবরোধ করে বিক্ষোভে শামিল হন শতাধিক ফুল চাষি। তাঁদের অভিযোগ, ফুল বিক্রির ক্ষেত্রে দীর্ঘদিন ধরেই ফড়েদের দৌরাত্ম্য বেড়ে চলেছে। ফলে চাষিরা তাঁদের পরিশ্রমের যোগ্য মূল্য পাচ্ছেন না। চাষিদের দাবি, ফড়েদের নির্ধারিত দামে তাঁদের ফুল বিক্রি করতে বাধ্য করা হচ্ছে। বাইরের কোনও ক্রেতাকে সরাসরি ফুল বিক্রি করতে পারলে ভালো দাম মিলত, কিন্তু ফড়েদের একচেটিয়া দৌরাত্ম্যের কারণে তা সম্ভব হয় না। পাশাপাশি কমিশনের নাম করে অতিরিক্ত টাকাও কেটে নেওয়া হচ্ছে বলে অভিযোগ।
এইদিন ভোরে চাষিরা বেথুয়াডহরি কিষাণমাণ্ডিতে এসে জানতে পারেন, পূর্ব কোনও ঘোষণা ছাড়াই বাজার বন্ধ রয়েছে। ক্ষুব্ধ চাষিরা জাতীয় সড়কে ফুল ফেলে বিক্ষোভ দেখাতে থাকেন। প্রায় কয়েক ঘণ্টার এই অবরোধের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়।
বিক্ষোভকারী ফুল চাষি নিরঞ্জন বিশ্বাস বলেন, “আমরা পরিশ্রম করে ফুল চাষ করি। কিন্তু বাজার বন্ধের কথা আগেভাগে না জানালে ফুল নষ্ট হয়ে যায়। ফড়েরা আমাদের সঠিক দামও দেয় না।” একই সুরে ফুল বিক্রেতা ভরত বিশ্বাসের বক্তব্য, “বাইরের ক্রেতাকে ফুল বিক্রি করতে পারি না আমরা। ফড়েদের কমিশন দিতেই হয়। উপরন্তু আজ কোনও খবর না দিয়েই বাজার বন্ধ করে দেওয়া হল!” শেষমেশ নাকাশিপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে চাষিদের সঙ্গে কথা বলে পরিস্থিতি সামাল দেয়। পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন চাষিরা। -নিজস্ব চিত্র