• খেলার মাঠের জল বের করতে নবদ্বীপে পাম্প লাগাল পুরসভা
    বর্তমান | ১২ অক্টোবর ২০২৫
  • সংবাদদাতা, নবদ্বীপ: অতিবর্ষণে এখনও নবদ্বীপের খেলার মাঠগুলিতে জল জমে আছে। শহরের খেলোয়াড়রা মাঠে ফুটবল ও ক্রিকেট খেলতে পারছেন না। এবার সেইসব মাঠকে খেলার উপযোগী করে তুলতে উদ্যোগ নিল নবদ্বীপ পুরসভা। পুরসভার তরফে পাম্প লাগিয়ে মাঠে জমে থাকা জল বের করে দেওয়া হচ্ছে। শুক্রবার থেকে জমে থাকা জল পাম্পের মাধ্যমে ভাগাড়ের পাশে কালভার্টে ফেলা হচ্ছে। শনিবার দেখা গেল, নবদ্বীপ রয়েল ক্লাব, নির্ভীক সমিতি, আরসিবি সারস্বত মন্দিরের মাঠ ও প্রাণগোপাল নগরের মনসা মাঠ থেকে পাম্পের মাধ্যমে জমা জল ফেলা হচ্ছে। পুরসভার এহেন উদ্যোগে স্বভাবতই খুশি খেলোয়াড় থেকে  শুরু করে ক্রীড়াপ্রেমী মানুষজন।

    নবদ্বীপ পুরসভার চটির মাঠ এলাকার রয়েল ক্লাব, নির্ভীক সমিতি ও আরসিবি সারস্বত মন্দিরের মাঠে বিভিন্ন বয়সের ছেলেমেয়েরা নিয়মিত অনুশীলন করেন। এছাড়া, সরকারি চাকরি প্রার্থীরাও মাঠে এসে প্র্যাকটিস করে থাকেন। অনেকেই নিয়মিত প্রাতঃভ্রমণ করেন। এই মাঠগুলিতে শহরের আগমেশ্বরী পাড়া, চটির মাঠ, বোসপাড়া, বুড়োশিবতলা, কপালি পাড়া, মালঞ্চ পাড়া সহ আশপাশের বিভিন্ন এলাকার মানুষজন নিয়মিত আসেন। নবদ্বীপ উডবার্ন রোডের বাসিন্দা প্রদীপ্ত সাহা বলেন, আমি নির্ভীক সমিতির মাঠে নিয়মিত ফুটবল অনুশীলন করতাম। ক্লাবের হয়ে সেন্ট্রাল ডিফেন্সে খেলি। সামনে বিভিন্ন টুর্নামেন্ট রয়েছে। কিন্তু, মাঠে জল জমে থাকায় ঠিকমতো অনুশীলন করতে পারছিলাম না। এখন পাম্প লাগিয়ে জল বের করে দেওয়া হচ্ছে। ফলে আমরা কয়েকদিনের মধ্যেই আবার মাঠে অনুশীলন করতে পারব। প্রাক্তন খেলোয়াড় অরুণ রায় বলেন, নবদ্বীপের ছেলেমেয়েদের এখনও খেলাধুলোর প্রতি আগ্রহ রয়েছে। অনেকেই নিয়মিত মাঠে অনুশীলন করেন। পুরসভার এই উদ্যোগে আমরা খুব খুশি। নবদ্বীপ নির্ভীক সমিতির সম্পাদক অরূপ সাহা বলেন, আগে মাঠে জল জমত না। এখন হয়তো নিকাশি নালাগুলি ঠিকমতো কাজ করে না। তাই মাঠে জল জমে যাচ্ছে। গত চারমাস ধরে জল জমে আছে। সামনেই পুরসভার সকার কাপ টুর্নামেন্ট রয়েছে। টুর্নামেন্টে আমরা অংশগ্রহণ করি। কিন্তু, মাঠের এই পরিস্থিতির জন্য খেলোয়াড়রা ঠিকমতো অনুশীলন করতে পারছেন না। নবদ্বীপ পুরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বৃন্দাবন মণ্ডল বলেন, কয়েকমাস ধরে মাঠগুলিতে জল জমে। পুর চেয়ারম্যান বিমানকৃষ্ণ সাহাকে জানানো হয়। তারপর উনি উদ্যোগ নিয়ে পাম্প লাগিয়ে মাঠের জল বের করার ব্যবস্থা করেন। আশা করা যায়, দীপাবলির পরেই মাঠগুলি খেলার উপযোগী করে তোলা যাবে। 

     নবদ্বীপে খেলার মাঠে পাম্প  বসিয়ে জল বের করা হচ্ছে। 

                                   -নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)