• আইফোন কিনতে গিয়ে সাড়ে ৪ লক্ষ টাকা খোয়ালেন দোকানদার
    বর্তমান | ১২ অক্টোবর ২০২৫
  • সংবাদদাতা, হলদিয়া: অ্যাপলের আইফোনের লেটেস্ট মডেল কেনার জন্য অর্ডার দিতে গিয়ে সাইবার প্রতারকের খপ্পরে পড়ে সাড়ে চার লক্ষ টাকা খোয়ালেন হলদিয়ার দুর্গাচকের এক মোবাইল দোকানদার। ফোন বুকিংয়ের নাম করে ওই টাকা প্রতারক হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ। দুর্গাচক থানার পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্গাচকের মঞ্জুশ্রী মোড়ে মোবাইলের দোকান রয়েছে বাসুদেবপুরের বাসিন্দা মানিক চট্টোপাধ্যায়ের। সেপ্টেম্বর মাসের শুরুতে ওই ব্যবসায়ীকে আই ফোন সাপ্লাই দেওয়ার নাম করে একটি অপরিচিত নম্বর থেকে ফোন আসে। প্রথমে তিনি আই ফোন অর্ডার দিতে রাজি হননি। পরে মানিকবাবু নিজেই ওই নম্বরে ফোন করে আইফোনের চাহিদার কথা জানান।  অক্টোবর মাসের প্রথম সপ্তাহে একটি নির্দিষ্ট মডেলের জন্য অর্ডার করেন। ওইসময় মানিকবাবুকে বুকিং ও বিলিংয়ের জন্য টাকা দিতে বলা হয়। তাঁকে একটি বেসরকারি ব্যাঙ্কের অ্যাকাউন্ট নম্বর ও কিউআর কোড পাঠায় প্রতারক। এরপর সাত দফায় সাড়ে চারলক্ষ টাকা পাঠান মোবাইল দোকানদার মানিকবাবু। 

    তাঁর অভিযোগ, টাকা পাঠানোর পর থেকেই ওই ফোন নম্বর বন্ধ হয়ে গিয়েছে। তিনি সাইবার প্রতারণার ফাঁদে পড়েছেন বলে দুর্গাচক থানায় অভিযোগ করেছেন। পুলিশ তদন্ত শুরু করেছে। 
  • Link to this news (বর্তমান)