• বনগাঁয় পুরপ্রধানের নির্দেশে তৎপরতা, খোলা হচ্ছে তোরণ
    বর্তমান | ১২ অক্টোবর ২০২৫
  • সংবাদদাতা, বনগাঁ: দুর্গাপুজো, লক্ষ্মীপুজো সব শেষ। এখনও শহরের বিভিন্ন রাস্তায় মাথা তুলে রয়েছে অসংখ্য তোরণ। ফলে সংকীর্ণ হয়ে পড়েছে রাস্তা। যে কারণে বাড়ছে দুর্ঘটনা। রাস্তাজুড়ে দাঁড়িয়ে থাকা তোরণগুলি দ্রুত খুলতে তৎপর হয়েছে পুর প্রশাসন। তোরণ খোলার সময়সীমা বেঁধে দিয়েছেন বনগাঁ পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠ। ডেকোরেটার্স মালিক সমিতিকে চিঠি দিয়ে তিনি জানিয়ে দিয়েছেন, তিনদিনের মধ্যে শহরের রাস্তায় থাকা সব তোরণ খুলে ফেলতে হবে। পুরপ্রধানের নির্দেশের পর শনিবার থেকে তোরণ খোলা শুরু হয়েছে। আগেই শহরের বেশ কয়েকটি পুজো কমিটি অবশ্য তোরণ খুলে নিয়েছে। 

    বনগাঁ শহরে অন্যতম ব্যস্ত সড়ক যশোর রোড। প্রতিদিন শ’য়ে শ’য়ে ট্রাক এই রাস্তা দিয়ে বাংলাদেশে যায়। ব্যস্ততম এই রাস্তায় পুজোর সময় একাধিক ক্লাব সংগঠন দুর্গাপুজোর আলোকসজ্জার জন্য বাঁশের তোরণ তৈরি করে। রাস্তার উপর তোরণগুলি থাকায় রাস্তা অনেকটাই সংকীর্ণ হয়ে গিয়েছিল। ফলে যানজট তৈরি হচ্ছে। এ বিষয়ে চেয়ারম্যান গোপাল শেঠ বলেন, পুজোর সময় আলোর তোরণগুলি এখনও অনেক জায়গায় রয়ে গিয়েছে। এতে মানুষের সমস্যা হচ্ছে। সেগুলি খুলে নিতে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। শুধুমাত্র পুজোর আলোর তোরণ নয়, বনগাঁ শহরে বিভিন্ন রাস্তায় রাজনৈতিক দলের অনুষ্ঠানের তোরণও দীর্ঘদিন রাস্তাজুড়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। খেলা কিংবা ধর্মীয় অনুষ্ঠানের তোরণ থাকে রাস্তাজুড়ে। ফলে সংকীর্ণ হয়ে যাওয়া রাস্তায় ঘটছে দুর্ঘটনা। বাসিন্দাদের দাবি, শুধু দুর্গাপুজোর তোরণ নয়, এগুলি খুলতেও তৎপরতা দেখাক পুরসভা।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)