মন্দিরে বড়ে মিঞার জন্মদিন পালন, ‘অমিতাভ চালিশা’ পাঠ করে পুজো
বর্তমান | ১২ অক্টোবর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এখানে অমিতাভ বচ্চন দেবতার আসনে বসে থাকেন। তাঁর মূর্তিতে পুজো করেন ভক্তরা। সেই পুজোর আবার আলাদা মন্ত্রও আছে। অমিতাভ অভিনীত ছবির নাম, ছবিতে ব্যবহৃত গান দিয়ে তৈরি হয়েছে ‘অমিতাভ চালিশা’। সেই চালিশা পাঠ করেই পুজো হয়। শনিবার ছিল অমিতাভের ৮৩তম জন্মদিন। এদিন প্রায় দু’শো ভক্ত ভিড় করেছিলেন বালিগঞ্জের কুষ্টিয়ার এই মন্দিরে। সেখানে বড় বড় করে লেখা ‘জয় শ্রী অমিতাভ’। মন্দিরের ভিতর সবুজ সিংহাসনে বসে অমিতাভ। ফ্রেঞ্চকাট দাড়ি আর লালচে সাদা শেরওয়ানি। গলায় গাঁদার মালা।
সারাদিনই মন্দিরে অমিতাভ অভিনীত ছবির গান। আয়োজনে অল বেঙ্গল অমিতাভ বচ্চন ফ্যানস অ্যাসোসিয়েশন। ফ্যান ক্লাবের অন্যতম সদস্য অভিষেক পতোদিয়া বললেন, ‘আজ আমাদের আনন্দের দিন। অমিতাভের জন্য কেক কাটা হয়েছে। এখানে একটি রক্তদান শিবিরও হয়। আজ যেহেতু ৮৩তম জন্মদিন তাই ৮৩ বাচ্চার হাতে পড়াশোনার জিনিস তুলে দেওয়া হয়েছে।’ ভক্তরা একসঙ্গে নাচ-গান-খাওয়া দাওয়ায় মেতেছে। বিকেলে ভক্তরা গিয়েছিলেন কালীঘাটে। সেখানে গিয়ে অমিতাভের দীর্ঘায়ু কামনা করে প্রার্থনা করেছেন। অমিতাভের এই মন্দিরে একেবারে প্রথা মেনে ‘অমিতাভ চালিশা’ পড়ে নিত্যপুজো হয়। ‘আমাদের পরিবারের কেউ না কেউ পুজো করে থাকেন। বাবার হাতে তৈরি হওয়া এই মন্দির আজ সকল অমিতাভ ভক্তের’, বললেন অভিষেক। তাঁর বক্তব্য, ‘অভিষেক বচ্চনকে একদিন আমাদের এই মন্দিরে নিয়ে আসার ইচ্ছে রয়েছে।’ অমিতাভ কি কখনও আসেননি? অভিষেকের উত্তর, ‘ভগবান কখনও মন্দিরে আসেন না।’ নিজস্ব চিত্র