দুবাইয়ে চাকরি দেওয়ার নামে দেড় লক্ষ হাতিয়ে পাকড়াও এক যুবক
বর্তমান | ১২ অক্টোবর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দুবাইয়ে চাকরি দেওয়ার নামে এক ব্যক্তির কাছ থেকে দেড় লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল। ঘটনার তদন্তে নেমে পার্ক স্ট্রিট থানার পুলিশ শুক্রবার অভিযুক্ত এক যুবককে গ্রেফতার করে। তাঁর নাম ওয়াসিম আহমেদ। শনিবার ধৃতকে ব্যাঙ্কশাল আদালতে হাজির করা হয়। বিচারক তাঁকে ১৭ নভেম্বর পর্যন্ত পুলিশ হেপাজতে রাখার নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি অভিযোগকারীকে দুবাইতে চাকরি দেওয়ার নাম করে তাঁর কাছ থেকে প্রথম নগদ এক লক্ষ, পরে ব্যাঙ্ক মারফত আরও পঞ্চাশ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে ধৃতের বিরুদ্ধে। বিশ্বাস অর্জনের জন্য অভিযোগকারীকে চাকরির ভুয়ো নিয়োগপত্র ও ভিসার নথিও দেওয়া হয়। পরে অভিযোগকারী ব্যক্তি বুঝতে পারেন, তিনি প্রতারিত হয়েছেন। তাঁকে যে সমস্ত কাগজপত্র দেওয়া হয়েছে, তা সবই জাল। তখনই পুলিশে অভিযোগ দায়ের করা হয়। তার ভিত্তিতে তদন্তে নেমে পার্ক স্ট্রিট থানার পুলিশ অভিযুক্তকে পাকড়াও করে। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয় ভুয়ো নথিপত্রও।
সরকারি আইনজীবী এদিন আদালতে বলেন, ধৃতের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি এই ঘটনার পিছনে আর কেউ জড়িত রয়েছেন কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ। এদিন আদালতে ধৃতের তরফে জামিনের আর্জি জানানো হয়। যদিও সরকারি কৌঁসুলি তাতে জোরালো আপত্তি জানান। তিনি বলেন, মামলার তদন্ত চলছে। তাই এই সময় ধৃতকে জামিন দিলে তদন্তে ব্যাঘাত ঘটবে। আর ধৃতের তরফে যে কোনও শর্তে জামিনের চাওয়া হয়। বিচারক মামলার কেস‑ডায়েরি খতিয়ে দেখে অভিযুক্তের জামিনের আর্জি বাতিল করে দেন।