• বাসন্তীর গ্রামে নদী বাঁধে ফাটল, আতঙ্ক
    বর্তমান | ১২ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: গোসাবার পুঁইঞ্জলি গ্রামে বাঁধের অবস্থার উন্নতি হয়েছে। কিন্তু নতুন করে চিন্তা বাড়িয়েছে বাসন্তীর মসজিদবাটি পঞ্চায়েতের কামারডাঙা এলাকার নদীবাঁধ। কারণ সেখানে প্রায় ২৫০ ফুট ফাটল দেখা দিয়েছে। শুক্রবার রাতে গ্রামবাসীরা তা দেখে আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে শনিবার সকাল থেকে সেচদপ্তরের কর্মীরা জোরকদমে সেই বাঁধ মেরামতির কাজ করেন। তবে স্বস্তির বিষয় হল গোসাবার মত বাসন্তীর গ্রামটিতে জল ঢোকেনি। যদিও গ্রামবাসীদের দাবি, স্থায়ী বাঁধ হলে এই সমস্যা হতো না। এদিকে, পুঁইঞ্জলি গ্রামে যে অংশে বাঁধ ভেঙেছে, তাকে ঘিরে রিং বাঁধ দেওয়া হচ্ছে। তার জন্য বেশ কিছু গ্রামবাসীর জমি নিতে হয়েছে সেচ দপ্তরকে। এর মধ্যে অনেকেরই চাষের জমি ছিল। নতুন করে জমি মিলবে নাকি ক্ষতিপূরণ, সেটা নিয়ে এদিন দিনভর আতন্তরে ছিলেন তাঁরা। এদিকে, এলাকায় বাঁধের কাজ খতিয়ে দেখতে যান জেলা পরিষদের উপাধ্যক্ষ অনিমেষ মণ্ডল। তিনি পরে জানান, অন্তত ২০-২২ জনের জমির উপর এই রিং বাঁধ তৈরি হচ্ছে। কার কতটা জমি নেওয়া হয়েছে সেটা হিসেব করা হবে। সরকার থেকে তাঁদের ক্ষতিপূরণও দেওয়া হবে। গ্রাম সূত্রে জানা গিয়েছে, আগের থেকে জল অনেকটাই নেমেছে। তবে ত্রাণ সামগ্রী বণ্টন এখনও চলছে।
  • Link to this news (বর্তমান)