গোপনীয়তা রেখেই প্রয়াত নেতাদের নামাঙ্কিত ‘প্রোজেক্ট’ শুরু সিপিএম নেতৃত্বের
বর্তমান | ১২ অক্টোবর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: একটি বিধানসভা ও দু’টি লোকসভা নির্বাচনে পশ্চিমবাংলায় ‘শূন্য’ হয়ে গিয়েছে সিপিএম তথা বামেরা। বিরোধীরা কটাক্ষ করে বলে, ‘মহাশূন্যে সিপিএম’। এই অবস্থায় দলের প্রয়াত দাপুটে নেতাদের নামাঙ্কিত একাধিক প্রোজেক্ট শুরু করেছে বঙ্গ সিপিএম। ডানকুনির রাজ্য সম্মেলন থেকেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেছিলেন, ‘প্রোজেক্ট বেসড মিশন মোডে চলবে পার্টি।’ তাই আসন্ন বিধানসভা নির্বাচনে খাতা খোলার জন্য গোপন প্রোজেক্ট শুরু করল সিপিএম। সূত্রের খবর, অত্যন্ত গোপনীয়তার সঙ্গে চলছে এসব প্রোজেক্ট। প্রতিটি প্রোজেক্টের আলাদ করে ‘কোড নেম’ দেওয়া হয়েছে। গোপনীয়তা এতটাই যে, আলিমুদ্দিনের অনেক তাবড় নেতাও এই বিষয়ে কিছু জানেন না।
কয়েক মাস আগেই ‘উই আর হায়ারিং’ বলে পেশাদার লোক নেওয়া শুরু করেছিল সিপিএম। ‘সীতারাম ইয়েচুরি ক্যাডার ডেভেলপমেন্ট প্রোজেক্ট শুরু হয়েছিল। রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলছেন, ‘এটা ছাড়াও আরও চারটি প্রজেক্ট শুরু হয়েছে। যা নিয়ে বাইরে কেউ জানে না।’ সূত্রের খবর, চারটি প্রোজেক্টের কোড নাম টিম এবি (অনিল বিশ্বাস), বিবি (বুদ্ধদেব ভট্টাচার্য), এসএম (সরোজ মুখোপাধ্যায়) ও পিডিজি (প্রমোদ দাশগুপ্ত)। সূত্রের খবর, কোনও কাজকর্মই আলিমুদ্দিন স্ট্রিট থেকে হচ্ছে না। গোপন ডেরায় পেশাদার লোকজন সেই কাজ করছেন। কী কাজ তাঁদের? বিভিন্ন এলাকায় কোন কোন ইস্যু নিয়ে কাজ করা যায়, সেই বিষয়ে ‘ইনপুট’ দেবে এই টিমগুলি। কোন এলাকায় সংগঠনে জোর দিলে ভোট বাড়ানো যাবে, সেসব পরামর্শও দেবে। এ বিষয়ে অবসরপ্রাপ্ত বিশেষজ্ঞ ও তরুণরা সাহায্য করছেন। অর্থাত্, পার্টির অভ্যন্তরের ক্যাডারদের উপরই কেবল ভরসা না রেখে একেবারে পেশাদার লোকজন নিয়েই ভোটযুদ্ধে নামতে চলেছে সিপিএম। পরপর তিনটি ভোটে ‘শূন্য’ হয়ে যাওয়া সিপিএম কি পারবে এবার খাতা খুলতে? রাজ্যের লাল শিবিরে এখন এটাই সবচেয়ে বড় প্রশ্ন।