• সুপ্রিম নির্দেশের ১২ বছর পরও রাজ্যে তৈরি হয়নি পৃথক এনডিপিএস কোর্ট, ক্ষুব্ধ হাইকোর্ট
    বর্তমান | ১২ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মাদক মামলার বাড়বাড়ন্তের কথা মাথায় রেখে প্রতিটি রাজ্যে পৃথক এনডিপিএস আদালত তৈরির নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। দেশের শীর্ষ আদালতের সেই নির্দেশের পর কেটে গিয়েছে প্রায় ১২ বছর। কিন্তু আজও মাদক সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তির জন্য রাজ্যে তৈরি হয়নি পৃথক আদালত। এই কারণে রীতিমতো উষ্মা প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। 

    ২০১৩ সালে দায়ের হওয়া মামলার রায়ে শীর্ষ আদালত স্পষ্টতই জানিয়েছিল, মাদক মামলার নিষ্পত্তির জন্য রাজ্যগুলিকে তাদের হাইকোর্ট প্রশাসনের সঙ্গে আলোচনার ভিত্তিতে পৃথক এনডিপিএস কোর্ট তৈরি করতে হবে। তবে বিগত পাঁচ বছরে উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, জম্মু-কাশ্মীরে যেভাবে মাদক সংক্রান্ত মামলার আধিক্য দেখা যাচ্ছে, তাতে এই মামলাগুলির নিষ্পত্তির জন্য অবিলম্বে এই তিন রাজ্যে পৃথক আদালত প্রয়োজন।     

    সুপ্রিম কোর্টের ওই নির্দেশ পালন না হওয়ায় হাইকোর্টে একটি স্বতঃপ্রণোদিত মামলা দায়ের হয়েছিল। সেই মামলাতেই সম্প্রতি রাজ্যের ভূমিকার সমালোচনা করেছে বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ। তারা জানিয়েছে, শীর্ষ আদালতের ওই নির্দেশের পর মোট ৩৯টি এনডিপিএস কোর্ট তৈরির প্রস্তাব দিয়েছিল রাজ্য সরকার। ২০২২ সালে হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে বিষয়টি নিয়ে চিঠি পাঠান আইন দপ্তরের প্রধান সচিব। তাতে আদালতগুলি তৈরির ক্ষেত্রে আর্থিক অনুমোদন ও পরিকাঠামো তৈরির বিষয়টিও উল্লেখ ছিল। কিন্তু এরপর প্রায় তিন বছর কেটে গিয়েছে। আর্থিক অনুমোদনের বিষয়ে অর্থদপ্তরের সচিবকে হলফনামা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছিল। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, আদালত তৈরির আর্থিক অনুমোদন দেওয়ার ক্ষেত্রে একাধিক প্রশ্ন তুলেছে অর্থদপ্তর। এখান থেকেই প্রমাণ হয়ে যায়, গত তিন বছরে এ বিষয়ে কোনও উদ্যোগই নেয়নি রাজ্য সরকার। ডিভিশন বেঞ্চের আরও মন্তব্য, সুপ্রিম কোর্ট নির্দেশ দেওয়ার এতদিন পরও রাজ্যের ভূমিকা রীতিমতো হতাশাজনক। বিষয়টিকে মোটেও ভালোভাবে নিচ্ছে না আদালত। হাইকোর্টের পূজাবকাশ শেষ হলেই মামলার শুনানি। ওই দিন পৃথক এনডিপিএস আদালত তৈরির ব্যাপারে যাবতীয় পদক্ষেপের কথা জানিয়ে বিস্তারিত রিপোর্ট পেশ করতে হবে রাজ্যকে।    
  • Link to this news (বর্তমান)