• উৎসবের মরশুমে শাড়ি-পাঞ্জাবি-৩ হাজারি টোপ বিজেপির, বাংলায় ভোট ‘কিনতে’ ভরসা মোদির চাকরি জুমলাই
    বর্তমান | ১২ অক্টোবর ২০২৫
  • রাজু চক্রবর্তী, কলকাতা: শিয়রে বিধানসভা ভোট। যদিও পার্টির সাংগঠনিক ‘স্বাস্থ্য’ অতি দুর্বল। তাই বাংলায় ভোট ‘কিনতে’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কায়দায় কোটি কোটি চাকরির ‘জুমলা’ই ভরসা বঙ্গ বিজেপির! বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোকে সামনে রেখে রাজ্যজুড়ে চলছে শাড়ি-পাঞ্জাবির মতো উপঢৌকন বিলি। সঙ্গে ক্ষমতায় এলে নগদ বিলি ও চাকরির ‘গালভরা টোপ’। ২০১৪ সালে ক্ষমতায় আসার আগেই বছরে দু’কোটি চাকরির গালভরা প্রতিশ্রুতি দিয়েছিলেন মোদি। তারপর ১১ বছর অতিক্রান্ত। প্রতিশ্রুতি থেকে গিয়েছে প্রতিশ্রুতি হয়েই। মাঝেমধ্যে চমক দিতে ‘রোজগার মেলা’ অবশ্য করেছেন প্রধানমন্ত্রী। কিন্তু কেন্দ্রীয় সরকারি চাকরিতে লক্ষ লক্ষ পদ শূন্যই থেকে গিয়েছে। এই পরিস্থিতিতেও পশ্চিমবঙ্গে জনসমর্থন ঝুলিতে ভরতে মরিয়া বিজেপি আঁকড়ে ধরেছে সেই চাকরির প্রলোভনকে। এখানেই শেষ নয়, গত বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টারস্ট্রোক ছিল ‘লক্ষ্মীর ভাণ্ডার’। তার সুবাদেই বিজেপির ২০০ আসনের স্বপ্ন চুরমার হয়ে যায়। তা থেকে শিক্ষা নিয়ে এবার সেই মহিলা ভোট নিজেদের পালে টানতে রাজ্য সরকারের দ্বিগুণের বেশি আর্থিক সাহায্য দেওয়ার প্রচার শুরু করেছে বিজেপি। গালভরা নামও দেওয়া হয়েছে সেই প্রকল্পের, ‘অন্নপূর্ণা ভাণ্ডার’।

    জানা গিয়েছে, সম্প্রতি রাজ্যের বিভিন্ন প্রান্তে বাহারি মোড়কে একটি বিশেষ ব্যাগ বিলি করছে পদ্মপার্টি। পুরুষদের ব্যাগে থাকছে দামি পাঞ্জাবি এবং চাকরির প্রতিশ্রুতি। মহিলাদের জন্য অবশ্য আলাদা বন্দোবস্ত। তাদের ব্যাগে থাকছে শাড়ি, সিঁদুর ও মিষ্টির প্যাকেট। পদ্ম প্রতীক ছাপা গেরুয়া সেই ব্যাগের উপরে বড় হরফে লেখা, ‘২০২৬ এ বিজেপিকে ক্ষমতায় আনলে অন্নপূর্ণা ভাণ্ডারে বাড়ির মা, বোনেদের মাসিক ৩ হাজার টাকা প্রদানের অঙ্গীকার’।  সম্প্রতি হুগলির চণ্ডীতলা বিধানসভা কেন্দ্রে রাজ্য বিজেপির মুখপাত্র শঙ্কুদেব পান্ডার পৃষ্ঠপোষকতায় মহিলা ও পুরুষদের মধ্যে বিলি হয়েছে বিশেষ এই উপহার। সেপ্রসঙ্গে শঙ্কুদেব বলেন, ‘বাংলার যুবকদের জন্য আমরা চাকরির বিরাট সুযোগ আনব। খুব শীঘ্রই বিভিন্ন এলাকায় আমরা ‘জব ফেয়ার’ আয়োজন করব। সেখানে আঞ্চলিক এবং জাতীয় পর্যায়ের সংস্থা অংশ নেবে। এই মেলায় যোগ্যতার ভিত্তিতে কয়েক ঘণ্টার মধ্যে চাকরির নিয়োগপত্র হাতে পাবে যুবকরা।’

    গোটা বিষয়টিকে ‘বিজেপির নতুন জুমলা’ আখ্যা দিয়েছেন রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। শনিবার এপ্রসঙ্গে তিনি ফোনে বলেন, ‘বিজেপির সর্বময় কর্তা নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রীর চেয়ারে বসে বলেছিলেন, প্রতি বছর ২ কোটি চাকরি দেবে তাঁর সরকার। কিন্তু বাস্তবে বেকারত্বের মাপকাঠিতে ভারত ক্রমেই দ্রুত গতিতে এগিয়ে চলেছে। বাংলা তথা দেশের মানুষ ধাপ্পাবাজ এই বিজেপিকে চিনে গিয়েছে।’ কলকাতার মেয়রের মতে, রাজ্যের মহিলারা মমতার সঙ্গেই রয়েছেন। বিজেপির এই চাকরি কিংবা টাকা বিলির মিথ্যা গল্প রাজ্যবাসী প্রত্যাখ্যান করবে।     
  • Link to this news (বর্তমান)