• রাজ্যে ইআরও নিয়োগে অনিয়ম! চিঠি কমিশনের
    বর্তমান | ১২ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের ২৯৪টি বিধানসভায় ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ইআরও নিয়োগ নিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালকে চিঠি দিল নির্বাচন কমিশন। চিঠিতে ইআরও হিসেবে নিয়োগে শুধুমাত্র সাবডিভিশনাল ম্যাজিস্ট্রেট অথবা সাব ডিভিশনাল অফিসার (এসডিও) এবং রেভিনিউ ডিভিশনাল অফিসার (আরডিও) পদমর্যাদার আধিকারিককে নিযুক্ত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে নির্দেশ দেওয়া হয়েছে। কমিশন নির্ধারিত পদমর্যাদার আধিকারিক ছাড়া ইআরও নিয়োগ করা যাবে না বলে নির্দেশে স্পষ্ট উল্লেখ করেছে কমিশন। তারা জানিয়েছে, ইতিমধ্যে ৬৮টি বিধানসভা কেন্দ্রে ইআরও নিয়োগের পদ্ধতি নিয়ম মেনে করা হয়েছে। কিন্তু ৭৮টি বিধানসভায় অনান্য আধিকারিকদের ওই পদে নিয়োগ করা হয়েছে। যা কমিশনের গাইডলাইনের পরিপন্থী। শুধু রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক নন, এ বিষয়ে রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থকেও চিঠি পাঠিয়েছে কমিশন। ‌ কমিশন নির্ধারিত গাইডলাইন অনুযায়ী ওই ৭৮টি বিধানসভা কেন্দ্রকে ইআরও নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে‌ বলে জানা যাচ্ছে।
  • Link to this news (বর্তমান)