• ডিজিটাল অ্যারেস্টের হুমকি, বৃদ্ধের ৩৩ লক্ষ টাকা গায়েব
    বর্তমান | ১২ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ডিজিটাল অ্যারেস্টের ভয় দেখিয়ে বৃদ্ধের থেকে ৩৩ লক্ষ টাকা হাতানোর অভিযোগ উঠেছে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে আট লক্ষ টাকা ব্লকও করেছে গড়িয়াহাট থানা। অ্যাকাউন্টের লেনদেনের সূত্র ধরে অভিযুক্তদের খোঁজ চলছে। 

    পুলিশ সূত্রে খবর, ওই বৃদ্ধ কিছুদিন আগে একটি ফোন পান। তাঁকে বলা হয় তাঁর নামে একটি পার্সেল এসেছে বিদেশ থেকে। তাতে মাদক আছে। সেখানে তাঁর নামে নেওয়া সিমও রয়েছে। সিবিআই এই মামলার তদন্ত করছে। তাকে ডিজিটাল অ্যারেস্ট করা হল। মোবাইলে ওই ব্যক্তির কাছে গ্রেফতারি পরোয়ানাও পাঠানো হয়। এই ফোন পেয়ে বৃদ্ধ ভয় পেয়ে যান। কী করতে হবে জানতে চাইলে ভিডিও কলে আসে। সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টর পরিচয় দিয়ে ভিডিও কলে এক ব্যক্তি জানান, টাকা দিলে গ্রেফতারি পরোয়ানা তুলে নেওয়া হবে। বৃদ্ধ রাজি হলে একটি অ্যাকাউন্ট নম্বর দেওয়া হয় তাঁকে। তাতে তিনি প্রতারকদের কথা মতো ৩৩ লক্ষ টাকা দিয়ে দেন। কিন্তু তারপরেও প্রতারকরা টাকা দাবি করতে থাকেন। তখন তিনি বুঝতে পারেন জালিয়াতদের পাল্লায় পড়েছেন। গড়িয়াহাট থানাতে অভিযোগ করলে পুলিশ কেস রুজু করে। ওসি গড়িয়াহাট অঞ্জন সেনের নেতৃত্বে একটি টিম তৈরি হয়। ওই টিম অ্যাকাউন্টের নথি বিশ্লেষণ করে আট লক্ষ টাকা ব্লকও করে। বাকি টাকা উদ্ধার ও অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।
  • Link to this news (বর্তমান)