• আলিপুরে দু’দিনের বিশেষ আদালত, শতাধিক শুনানি
    বর্তমান | ১২ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুজোর ছুটির মধ্যে, আলিপুর জেলা আদালতে গত বুধ ও শুক্রবার বসেছিল ‘বিশেষ আদালত’। সেখানে উঠেছিল শতাধিকের উপর মামলার জামিনের আবেদনের শুনানি। দক্ষিণ ২৪ পরগনা জেলার আলিপুর, শিয়ালদহ, ডায়মন্ডহারবার, বারুইপুর, কাকদ্বীপ মহকুমা আদালতে চলা মামলাগুলিরই জামিনের আর্জি জানানো হয় আলিপুরের এই জেলা আদালতে।

    আদালত সূত্রে জানা গিয়েছে, পরবর্তী বিশেষ আদালত বসার দিন ধার্য হয়েছে আগামী সোম, বুধ ও শুক্রবার। আইনজীবীদের একাংশের বক্তব্য, এই বিশেষ আদালত বসার ফলে বিচারপ্রার্থীরা অনেকাংশেই উপকৃত হয়েছেন। এতে মামলার ভারও কমবে। সরকারি আইনজীবীদের বক্তব্য, দু’দিনের এই বিশেষ আদালতে ওঠা মামলাগুলি ছিল ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা ও দায়রা কোর্টের। 
  • Link to this news (বর্তমান)