নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিশেষভাবে সক্ষম এক মহিলাকে ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছে নাদিয়াল থানা এলাকায়। তদন্তে নেমে আয়ুবনগর থেকে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম মহম্মদ ইয়াসিন। শনিবার ধৃতকে আলিপুর আদালতে তোলা হলে বিচারক ১৬ অক্টোবর পর্যন্ত পুলিশ হেপাজতে পাঠানোর নির্দেশ দেন।
আয়ুবনগরের বাসিন্দা এক ব্যক্তি পুলিশের কাছে অভিযোগ জানান যে, শুক্রবার রাত সওয়া ১২টা নাগাদ ইয়াসিন তাঁর শারীরিক প্রতিবন্ধী স্ত্রীকে ধর্ষণ করেছেন। তদন্তে নেমে এদিন সকালে অভিযুক্তকে আয়ুবনগরের বাগদিপাড়া রোডের বাড়ি থেকে গ্রেপ্তার করেন তদন্তকারীরা। একই সঙ্গে নির্যাতিতার শারীরিক পরীক্ষাও করানো হয়েছে।