নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ৩৫ ঘণ্টার মধ্যে চুরির কিনারা করল গড়িয়াহাট থানা। গ্রেফতার করা হয়েছে বিজন সরকার নামে এক অভিযুক্তকে। মিলেছে ল্যাপটপ, দুষ্প্রাপ্য কয়েন, দামি ক্যামেরা সহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৮ অক্টোবর রাতে গড়িয়াহাট থানা এলাকার যতীন বাগচী রোডে একটি বুটিকের দোকান ভেঙে চুরির ঘটনা ঘটে। পরের দিন দোকানের মালিক এসে দেখেন, দোকানের তালা ভেঙে চুরি গিয়েছে দুষ্প্রাপ্য কয়েন, লক্ষাধিক টাকার ক্যামেরা, বার কোড মেশিন সহ মূল্যবান সামগ্রী। তিনি দুপুরে এসে অভিযোগ করেন থানায়। গড়িয়াহাট থানার ওসি অঞ্জন সেন সঙ্গে সঙ্গে অফিসারদের নির্দেশ দেন, ঘটনাস্থলে গিয়ে ভালো করে তদন্ত করতে। সেই মতো অফিসাররা গিয়ে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেন। কিন্তু সেই ছবি স্পষ্ট ছিল না। তবে একটি লোককে তালা ভাঙ্গতে দেখা গিয়েছিল। এরপর সোর্স কাজে লাগিয়ে জানার চেষ্টা হয়, কারা এই এলাকায় চুরি করছে। সেখান থেকেই বিজনের নাম পাওয়া যায়। জানা যায়, তাঁর বাড়ি চেতলা এলাকায়। মাদকাসক্ত ওই অভিযুক্ত নেশার টাকা জোগাড় করতে বিভিন্ন জায়গা থেকে চুরি করে বেড়ায়। ৮ তারিখ রাতে তাঁকে ওই এলাকায় দেখাও গিয়েছিল। সন্দেহের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে তাঁর বাড়িতে হানা দিয়ে দেখা যায়, বুটিক থেকে চুরি যাওয়া সামগ্রী তাঁর বাড়িতেই আছে। এরপর ওই সামগ্রী সহ তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
ধৃত জেরায় জানিয়েছে, সে আগেও ওই এলাকায় চুরি করেছে। নেশার টাকা জোগাড় করতে সে এইসব জিনিস চুরি করে। চোরাই জিনিস কেনে, এমন দোকানে সেগুলি বিক্রি করত। কোন কোন দোকানদার এইসব চোরাই জিনিস কিনছেন, ধৃতকে জেরা করে তা জানার চেষ্টা চলছে।