• নিরাপত্তা নিশ্চিত করতে কড়া পদক্ষেপ! দীপোৎসবের জন্য ম্যাজিস্ট্রেট নিয়োগ করলেন অযোধ্যার ডিএম
    প্রতিদিন | ১২ অক্টোবর ২০২৫
  • হেমন্ত মৈথিল, অযোধ্যা: প্রভু শ্রীরামের শহর অযোধ্যা দীপোৎসবের আলোয় আলোকিত হতে প্রস্তুত। আগামী ১৭ থেকে ২০ অক্টোবর মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের তত্ত্বাবধানে আয়োজিত হচ্ছে বিশ্ববিখ্যাত ‘দীপোৎসব ২০২৫’ উৎসব। প্রশাসন এই উৎসব নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছে।

    জেলাশাসক নিখিল টিকারাম ফুণ্ডে উৎসব পরিচালনার জন্য একাধিক ম্যাজিস্ট্রেট নিযুক্ত করেছেন। আইনশৃঙ্খলা বজায় রাখা এবং ভিআইপিদের নিরাপত্তা নিশ্চিত করাই তাঁদের প্রধান কাজ হবে। প্রদীপ প্রজ্বলন, শোভাযাত্রা এবং রামকথা পার্কের মঞ্চের মতো গুরুত্বপূর্ণ স্থানগুলির জন্য আলাদা আলাদা কর্মকর্তাদের বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে।

    মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের অনুষ্ঠানগুলির জন্য শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থায় মুড়ে ফেলা হয়েছে। এসডিও পদমর্যাদার কর্মকর্তারা তাঁদের নিরাপত্তা দলের সঙ্গে থাকবেন।

    দীপোৎসবের প্রধান আকর্ষণ রাম কি পৌড়ি এবং রামকথা পার্কের সামগ্রিক ব্যবস্থাপনার জন্য সিনিয়র আধিকারিকদের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়াও, নয়া ঘাটে সরযু আরতির স্থানটিতেও বিশেষ নজরদারি থাকবে।

    ট্র্যাফিক নিয়ন্ত্রণ এবং মিডিয়াকে পরিচালনার জন্য আলাদাভাবে কর্মকর্তারা নিযুক্ত হয়েছেন। ২০ অক্টোবর, মূল অনুষ্ঠানের দিন শ্রীরাম জন্মভূমি মন্দির, হনুমানগড়ি এবং কারসেবকপুরমে অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন থাকবে।

    জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। ৪৭ জন রিজার্ভ ম্যাজিস্ট্রেটকে প্রস্তুত রাখা হচ্ছে। খাদ্য সুরক্ষা বিভাগ খাবারের মান পরীক্ষা করার জন্য বিশেষ দল তৈরি করেছে।

    দীপোৎসব কেবল একটি উৎসব নয়। এটি রামরাজ্যের আদর্শের প্রতীক। সরযূর তীরে লক্ষ লক্ষ প্রদীপ যখন একসঙ্গে জ্বলবে, সেই দৃশ্য বিশ্বজুড়ে ভক্তি ও ঐক্যের বার্তা পৌঁছে দেবে।
  • Link to this news (প্রতিদিন)