দুর্যোগের পর দার্জিলিংয়ে চালু এনবিএসটিসির পরিষেবা, কোন কোন পথে চলছে বাস?
প্রতিদিন | ১২ অক্টোবর ২০২৫
বিশ্বজ্যোতি ভট্টাচার্য, শিলিগুড়ি: পাহাড়ে নিম্নচাপের ভারী বৃষ্টি ও ভূমিধসে একাধিক রাস্তা বন্ধ হয়ে যায়। ১০ নম্বর জাতীয় সড়কের একাধিক জায়গাতেও ভূমিধস নামার খবর এসেছে। বন্ধ হয়ে গিয়েছিল পাহাড়ের বাস চলাচল। ফের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম (এনবিএসটিসি) বাস পরিষেবা চালু হয়েছে পাহাড়ে। বৃহস্পতিবার থেকে পাহাড়ে শিলিগুড়ি থেকে দার্জিলিং, ডেলো, গ্যাংটক, কালিম্পং ও বিন্দু রুটে সরকারি বাস পরিষেবা শুরু হয়েছে। তবে খারাপ পরিস্থিতি ও ভাঙা ব্রিজের কারণে মিরিকে বাস চলাচল করছে না বলে খবর।
সাধারণত যে সব রাস্তা দিয়ে গাড়ি যাতায়াত করে, সেগুলির অনেক রাস্তাই বন্ধ রয়েছে। কোন কোন রাস্তা দিয়ে যাচ্ছে এনবিএসটিসি বাস? পাহাড়ে নিগমের ২৫টি বাস চলাচল শুরু করেছে। প্রবল বর্ষণ এবং ভূমিধসের কারণে ৫ অক্টোবর পরিষেবা বন্ধ হয়। এরপর থেকে ধীরে ধীরে পরিষেবা স্বাভাবিক করার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে সেটা ঘুরপথে। নিগমের কর্তারা জানান, শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়া আসার রুট ছিল শিলিগুড়ি থেকে রোহিনী, কার্শিয়াং হয়ে দার্জিলিং। ভূমিধসে রোহিণী রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। সেজন্য শিলিগুড়ি থেকে সেবক, রম্ভী, মংপু, ঘুম হয়ে দার্জিলিং যাচ্ছে। ফেরার সময় ঘুম, কার্শিয়াং, তিনধারিয়া হয়ে শিলিগুড়ি ফিরছে।
এদিকে ২৯ মাইলের কাছে রাস্তায় ধস নামায় কালিম্পং ও গ্যাংটকের গাড়িগুলো চালানো হচ্ছে লাভা, লোলেগাও, গরুবাথান হয়ে শিলিগুড়ি। নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায় জানান, পর্যটক ও সাধারণ মানুষের কথা ভেবেই ঘুরপথে হলেও সরকারি বাস চালানো হচ্ছে। এজন্য সময় কিছুটা বেশি লাগলেও প্রত্যেকে নিরাপদে গন্তব্যে পৌঁছতে পারছেন। তবে মিরিকে সরকারি বাস পরিষেবা কবে নাগাদ স্বাভাবিক হবে সেই বিষয়ে এনবিএসটিসি কর্তারা কিছু জানাতে পারেননি।
১০ নম্বর জাতীয় সড়কের বিভিন্ন জায়গা ধসকবলিত। গতকাল, শুক্রবারও ধস নেমে জাতীয় সড়কের একাংশ বন্ধ হয়েছে। বিভিন্ন জায়গা দিয়ে একমুখী গাড়ি চলাচলের নির্দেশ দেওয়া হয়। যে কোনও সময় রাস্তায় ধস নামার আশঙ্কা থাকছে। রাস্তা সারানোর পাশাপাশি পরিস্থিতি খতিয়েও দেখা হচ্ছে।