মেরামতের জন্য ৪ দিন বন্ধ শিলিগুড়ি-সিকিম জাতীয় সড়ক, প্রবল দুর্ভোগের আশঙ্কা
প্রতিদিন | ১২ অক্টোবর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত শনিবারের ভয়াবহ বৃষ্টি ও ধসের কারণে বিধ্বস্ত দার্জিলিং-কালিম্পং, সিকিমের বিস্তীর্ণ এলাকা। ধস নেমেছে শিলিগুড়ি-সিকিম জাতীয় সড়কের বিস্তীর্ণ এলাকায়। এবার জাতীয় সড়ক মেরামতির জন্য চার দিন রাস্তা সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কবে থেকে বন্ধ থাকবে ১০ নম্বর জাতীয় সড়ক?
ভূমিধস মেরামতের জন্য শিলিগুড়ি-সিকিম লাইফলাইন ১০ নম্বর জাতীয় সড়ক ১৩ অক্টোবর থেকে চারদিন পুরোপুরি বন্ধ হচ্ছে। প্রবল বর্ষণের জেরে ২৯ মাইল থেকে গেলখোলা পর্যন্ত একাধিক জায়গায় ১০ নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়। ধস মেরামতের জন্য ১৬ অক্টোবর পর্যন্ত চারদিন ১০ নম্বর জাতীয় সড়ক দিয়ে যানবাহন চলাচল করতে দেওয়া হবে না। আজ, শনিবার ন্যাশনাল হাইওয়ে অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশনের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানানো হয়েছে ১৩ অক্টোবর দুপুর ১টা থেকে ১৬ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত সেভক থেকে রংপো পর্যন্ত ১০ নম্বর জাতীয় সড়কে সমস্ত যান চলাচল বন্ধ থাকবে। ওই চারদিন ১০ নম্বর জাতীয় সড়ক বন্ধ থাকায় নিত্যযাত্রীদের পাশাপাশি পর্যটকদের চরম দুর্ভোগে পড়তে হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও পর্যটকদের ঘুরপথে যাতায়াতের ব্যবস্থা করছে কালিম্পং জেলা প্রশাসন।
পাহাড়ে ভারী বৃষ্টিতে মাঝেমধ্যেই রাস্তাতে ধস নামে। এবারের বর্ষায় ধস নামার ঘটনা অনেকটাই বেড়েছে বলে খবর। ১০ নম্বর জাতীয় সড়কের একাধিক জায়গা ধসের কবলে চলে গিয়েছিল। সেসময়ও রাস্তা বন্ধ করে জাতীয় সড়ক ঠিক করা হয়। এরপর গত শনিবারের বিপর্যয়ে জাতীয় সড়কের একাধিক জায়গা ধসের কবলে চলে গিয়েছে। ধস না সারালে জাতীয় সড়কের একাধিক জায়গা দিয়ে গাড়ি চলাচলও ঝুঁকির হয়ে যাচ্ছে। বড় ধসের আশঙ্কাও থাকছে। সেজন্যই রাস্তা বন্ধ করে সারানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।