• আজ ফের উত্তরবঙ্গে যাচ্ছেন মমতা, বন্যা পরিস্থিতি নিয়ে রিভিউ বৈঠক আলিপুরদুয়ারে
    এই সময় | ১২ অক্টোবর ২০২৫
  • এই সময়: আজ রবিবার বন্যা বিধ্বস্ত উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা থেকে হাসিমারার উদ্দেশে রওনা দেবেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, হাসিমারা থেকে জলদাপাড়া যাবেন তিনি। আলিপুরদুয়ার জেলার জলদাপাড়ায় ‘নীলপাড়া রেঞ্জ ফরেস্ট কমিউনিটি হল’–এ তিনি রিভিউ বৈঠক করবেন। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং জেলার আধিকারিকরা উপস্থিত থাকবেন এই বৈঠকে। হাসিমারা পৌঁছে বিপর্যয় বিধ্বস্ত কয়েকটি এলাকা মুখ্যমন্ত্রী সড়কপথে পরিদর্শন করবেন। উত্তরবঙ্গ সফরের আগে শনিবারই মুখ্যসচিব মনোজ পন্থের কাছে থেকে ত্রাণকার্য এবং কী কী প্রশাসনিক পদক্ষেপ এখনও পর্যন্ত করা হয়েছে, তার বিস্তারিত রিপোর্ট নেন মুখ্যমন্ত্রী।

    এ দিকে, উত্তরবঙ্গের বিপর্যয়ে কত বাড়ি নষ্ট হয়েছে, তার সমীক্ষা শুরু করেছে রাজ্য সরকার। বাড়ি বাড়ি ছবি তুলে এই সমীক্ষার কাজ শুরু হয়েছে। যাতে স্বচ্ছ ভাবে ক্ষতিগ্রস্তদের হাতে ‘বাংলার বাড়ি’ প্রকল্পের আর্থিক সাহায্য তুলে দেওয়া যায়, সেজন্যই এই ব্যবস্থা। কালিম্পং জেলার টুডে-টাংটা গ্রাম পঞ্চায়েতের অধীনে লোয়ার গোদক গ্রামে ৭০টি পরিবার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল ধসের জেরে। জরুরি ভিত্তিতে সেখানে যোগাযোগ স্থাপন করা হয়েছে।

    উত্তরবঙ্গে সাম্প্রতিক বিপর্যয়ে সড়ক-সেতুর পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে কৃষিতেও। দার্জিলিং, কালিম্পংয়ের পাশাপাশি জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদাতেও ধান, আনাজ-সহ সব ধরনের ফসলের ক্ষতি হয়েছে। রাজ্যের কৃষি দপ্তর ক্ষয়ক্ষতির খতিয়ান তৈরি করছে। এই পরিস্থিতিতে চাষিরা যাতে বাংলার শস্য বিমা-সহ সব ধরনের সহায়তা পান, তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। শনিবার নবান্ন থেকে তিনি ভার্চুয়াল বৈঠক করেন জেলা প্রশাসনের সঙ্গে।

  • Link to this news (এই সময়)