গাজ়া শান্তি সামিটে উপস্থিত থাকার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের বিরুদ্ধে ট্যারিফ নীতি নেওয়ার পরে দুই দেশের সম্পর্কে চাপানউতর দেখা গিয়েছিল। সার্বিক প্রেক্ষাপটে ট্রাম্পের এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
দিল্লিতে আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির সাংবাদিক বৈঠকে মহিলা সাংবাদিকদের প্রবেশের অনুমতি না দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে সরগরম দেশের রাজনৈতিক মহল। এ বার এই নিয়ে মুখ খুলল তালিবান। বিষয়টি নিয়ে তালিবান হেড অফ পলিটিক্যাল অফিস সুহেল শাহিন শনিবার দাবি করেছেন, অনিচ্ছাকৃত ভাবে মহিলা সাংবাদিকদের বাইরে রাখার ঘটনা ঘটেছিল। আফগানিস্তানেও মহিলা সাংবাদিক রয়েছেন, দাবি করেছেন তিনি।
নন্দকুমার-দিঘা ১১৬বি জাতীয় সড়ক অন্যতম ব্যস্ত রাস্তা। রবিবার ছুটির দিনে অনেকেরই পরিকল্পনা করেন দিঘা যাওয়ার। কিন্তু শনিবার মারিশদায় কালভার্ট ভেঙে পড়ার কারণে জাতীয় সড়ক বন্ধ ছিল। সকাল ১১টা থেকে ধীরে ধীরে যান চলাচল শুরু হবে, জানা গিয়েছে এমনটাই।
আগামী দুই-তিন দিনে বাংলায় বর্ষা বিদায়ের পর্ব শুরু হতে চলেছে, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। রবিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ অপেক্ষাকৃত কমবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও অপেক্ষাকৃত হ্রাস পাবে।