• দুর্গাপুরে হাসপাতালের পিছনেই গণধর্ষণ ডাক্তারি পড়ুয়াকে! পুলিসের জালে ৩ বর্বর...
    ২৪ ঘন্টা | ১২ অক্টোবর ২০২৫
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দুর্গাপুরে বেসরকারি মেডিক্যাল কলেজে দ্বিতীয় বর্ষের ছাত্রীকে গণধর্ষণ। ঘটনায় ইতোমধ্যেই তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিস। তাদের বিরুদ্ধে গণধর্ষণ ও যৌথভাবে অপরাধ করার আইনে মামলা করা হয়েছে।

    জানা গিয়েছে, ২৩ বছর বয়সী নির্যাতিতা ওড়িশার বাসিন্দা। তিনি দুর্গাপুরের শিবপুর এলাকার আইকিউ সিটি মেডিক্যাল কলেজে পড়াশোনা করেন। শুক্রবার রাতে তিনি তাঁর এক বন্ধুর সঙ্গে বাইরে বেরিয়েছিলেন। কলেজ গেটের কাছে কিছু ব্যক্তি তাদের পথ আটকায় এবং ছাত্রীকে একটি ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করে। এরপর অভিযুক্তরা পালিয়ে যায়।

    নির্যাতিতার পরিবারের অভিযোগ, মেয়ের সেই বন্ধু-ও এই ঘটনায় জড়িত। তারা বলেছে, ওই বন্ধু তাঁকে ভুল বুঝিয়ে নির্জন জায়গায় নিয়ে যায়। অভিযুক্তরা তার মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং ৫ হাজার টাকা নিয়ে যায় বলেও অভিযোগ করা হয়েছে।বর্তমানে নির্যাতিতা দুর্গাপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার অবস্থা সংকটজনক বলে জানা গিয়েছে। নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা জানিয়েছেন, ছাত্রীর চিকিৎসা চলছে এবং তাকে মানসিক পরামর্শ দেওয়া হবে।

    পুলিস সূত্রে জানা গিয়েছে, এই ঘটনার তদন্তে অনেককেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, যার মধ্যে নির্যাতিতার সেই পুরুষ বন্ধুও রয়েছে। নির্যাতিতার জবানবন্দিও নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ পুলিস এক বিবৃতিতে জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। তারা জনগণকে অনুরোধ করেছে যেন এই ঘটনার বিষয়ে যাচাই না করা কোনও তথ্য ছড়ানো না হয়।

    অন্যদিকে, জাতীয় নারী কমিশনের সদস্য অর্চনা মজুমদার দুর্গাপুরের হাসপাতালে গিয়ে নির্যাতিতার সঙ্গে দেখা করেন, যেখানে তিনি চিকিৎসাধীন আছেন। সূত্র জানিয়েছে, তিনি নির্যাতিতার সঙ্গে কথা বলেছেন ও তাকে সান্ত্বনা দিয়েছেন।

    অর্চনা মজুমদার বলেন, 'যে বন্ধুর সঙ্গে নির্যাতিতা বাইরে গিয়েছিল, সে এখন সন্দেহের তালিকায় রয়েছে। ওই ছেলে জোর করেই তাকে সঙ্গে নিয়ে গিয়েছিল এবং কলেজ চত্বরের বাইরে নিয়ে যায়। যখন মেয়েটি বিপদে পড়ে, তখন সে পালিয়ে যায়। পুলিসকে অবশ্যই এই বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করতে হবে।'

  • Link to this news (২৪ ঘন্টা)