• চরিত্র গঠনেও গুরুত্বপূর্ণ শিক্ষকের আচরণ: কোর্ট
    আনন্দবাজার | ১২ অক্টোবর ২০২৫
  • শিক্ষকের পেশা শুধু ক্লাসে শিক্ষা দেওয়াই নয়, বরং তাঁর আচরণ পড়ুয়াদের চরিত্র গঠনেও প্রভাব ফেলে বলে মনে করে কলকাতা হাই কোর্ট। সম্প্রতি উত্তর দিনাজপুরের রায়গঞ্জের একটি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলায় বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের পর্যবেক্ষণ, ‘‘শিক্ষকতা এক মহৎ পেশা যা সমাজে ইতিবাচক প্রভাব ফেলে। পড়ুয়াদের শিক্ষা দেওয়া ছাড়াও তাদের চরিত্র গঠনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন একজন আদর্শ শিক্ষক।’’ কোর্টের খবর, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদ পাওয়ার জন্য মামলাকারী ব্যক্তি সম্পর্কে ছাত্রীদের অভিযোগ আদালতে জমা পড়েছিল। তার পরিপ্রেক্ষিতেই বিচারপতির এই পর্যবেক্ষণ।

    কোর্টের খবর, রায়গঞ্জের ওই স্কুলে এক শিক্ষককে ভারপ্রাপ্ত প্রধান হিসেবে নিয়োগ করেছিল স্কুলের পরিচালন সমিতি। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেন আরেক শিক্ষক। তাঁর আইনজীবী কমলেশ ভট্টাচার্যের যুক্তি ছিল, মামলাকারী শিক্ষক চাকরির মেয়াদের নিরিখে সব থেকে ‘সিনিয়র’। তাই নিয়ম অনুযায়ী, তিনিই ওই পদের যোগ্য। তাঁকে বঞ্চিত করে অন্য শিক্ষককে নিয়োগ করা হয়েছে। তাই পরিচালন সমিতির সিদ্ধান্ত খারিজ করুক কোর্ট।

    সব থেকে ‘সিনিয়র’ শিক্ষককেই ভারপ্রাপ্ত প্রধান করতে হবে, এমন নিয়ম নেই দাবি করে স্কুলের পরিচালন সমিতির আইনজীবী এক্রামুল বারি জানান, মামলাকারী শিক্ষকের বিরুদ্ধে ফৌজদারি মামলা বিচারাধীন। তাঁর বিরুদ্ধে আপত্তিকর আচরণের অভিযোগ করেছে ছাত্রীরা। এমন শিক্ষককে ভারপ্রাপ্ত প্রধান হিসেবে নিযুক্ত করা যায় না বলেও তিনি দাবি করেন। সব পক্ষের বক্তব্য শুনে বিচারপতি জানান, এ ক্ষেত্রে পরিচালন সমিতির সিদ্ধান্তে কোর্ট হস্তক্ষেপ করবে না।
  • Link to this news (আনন্দবাজার)