দেশ ও রাজ্যে অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের প্রতি মুহূর্তে ‘শোষণ’ চলছে বলে অভিযোগ করল প্রদেশ অসংগঠিত শ্রমিক ও কর্মচারী কংগ্রেস। রাজ্যে একশো দিনের কাজ বন্ধ। আদালতের নির্দেশের পরেও তা শুরু হয়নি। এই নিয়ে বিজেপি-তৃণমূলের টানাপড়েনের জেরে শ্রমিকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে সরব হলেন অসংগঠিত শ্রমিক ও কর্মচারী কংগ্রেসের সর্বভারতীয় চেয়ারম্যান উদিত রাজ, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারেরা। সংগঠনের তরফে শনিবার ভারতসভা হলে আয়োজিত অধিবেশনে উদিত, শুভঙ্কর ছাড়াও যোগ দিয়েছিলেন সংগঠনের রাজ্যের কো-অর্ডিনেটর মানস বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন সাংসদ প্রদীপ ভট্টাচার্য-সহ অন্যেরা। অধিবেশন থেকে বাংলায় অসংগঠিত শ্রমিকদের আর্থ-সামাজিক শোষণের অভিযোগ তুলে সরব হয়েছেন নেতৃত্ব। এই সূত্র ধরে, রাজ্যে ভোটার তালিকার বিশেষ আমূল সংশোধনের (এসআইআর) ফলে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকেরা সমস্যায় পড়তে পারেন বলেও আশঙ্কা তাঁদের। অসংগঠিত শ্রমিকদের কাজের নিরাপত্তা ও নাগরিক অধিকার যাতে নিশ্চিত থাকে, সেই দাবি তোলা হয়েছে অধিবেশন থেকে।