• নিষিদ্ধ বাজি ঢোকা রুখতে নাকা তল্লাশি
    আনন্দবাজার | ১২ অক্টোবর ২০২৫
  • কালীপুজোর আগে শহরে বেআইনি বাজি ঢোকা রুখতে নাকা তল্লাশির নির্দেশ দিল লালবাজার। শহরে ঢোকার জায়গাগুলিতে অতিরিক্ত পুলিশকর্মী মোতায়েন ও বিশেষ নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। চলতি সপ্তাহে প্রতিটি থানা ও ডিভিশনে এই নির্দেশ পাঠিয়েছে লালবাজার। তবু দীপাবলিতে বেআইনি শব্দবাজির দাপট থামবে কিনা, সেই প্রশ্ন থাকছে।

    লালবাজার সূত্রের খবর, মূলত শহরতলি থেকে চোরা পথে বেআইনি বাজির প্রবেশ বন্ধ করতেই শহরের প্রবেশপথগুলিতে বিশেষ নাকা তল্লাশির নির্দেশ দিয়েছে লালবাজার। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়েও নাকা তল্লাশি বাড়াতে বলা হয়েছে। সজাগ থাকতে বলা হয়েছে প্রতিটি ডিভিশন এবং থানাকে। সূত্রের খবর, ডিভিশনের একাধিক দলের পাশাপাশি প্রতিটি থানার তরফে বিশেষ দল নজরদারি চালাচ্ছে। প্রতিটি থানার বাজার এলাকায় সচেতনতার প্রচার চালাতেও বলা হয়েছে, যাতে ব্যবসায়ীরা বেআইনি বাজি বিক্রি থেকে বিরত থাকেন।

    প্রতি বছর দীপাবলি ও কালীপুজোয় শহরে বেআইনি বাজির রমরমা বাড়ে। পুলিশি নজরদারি এড়িয়ে ফাটে দেদার শব্দবাজি। দক্ষিণ ও উত্তর ২৪ পরগনায় ব্যবসায়ীদের একাংশ নিষিদ্ধ শব্দবাজি তৈরি করেন বলেও অভিযোগ। আরও অভিযোগ, সেখান থেকেই বেআইনি বাজি শহরে ঢোকে। তা আটকাতেই কঠোর অবস্থান নিচ্ছে লালবাজার। যদিও শহরের সচেতন নাগরিকদের একাংশের প্রশ্ন, কয়েক মাস আগেই নিষিদ্ধ বাজি শহরে ঢুকে থাকলে কী হবে? লালবাজারের এক পুলিশকর্তা বলছেন, ‘‘শহরের প্রবেশপথগুলিতে নজরদারি রয়েছে। বাজারে যাতে বেআইনি বাজি বিক্রি না হয়, তা দেখা হচ্ছে। ব্যবসায়ীরা বেআইনি বাজি মজুত করলে ব্যবস্থা নেওয়া হবে।’’
  • Link to this news (আনন্দবাজার)