নায়িকা নয়, এবার পার্শ্বচরিত্রে ফিরছেন রত্নপ্রিয়া! কোন চ্যানেলে দেখা যাবে অভিনেত্রীকে?
আজকাল | ১২ অক্টোবর ২০২৫
স্টার জলসার ধারাবাহিক 'উড়ান'-এ নায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন রত্নপ্রিয়া দাস। বিপরীতে দেখা গিয়েছিল অভিনেতা প্রতীক সেনকে। এই মেগার হাত ধরে দর্শকের কাছে জনপ্রিয়তা অর্জন করেছিল প্রতীক-রত্নপ্রিয়ার জুটি।
ধারাবাহিক শেষ হতেই তাই তাঁদের ফের পর্দায় দেখার অপেক্ষায় ছিলেন অনুরাগীরা। যদিও প্রতীক অপেক্ষার অবসান ঘটিয়েছেন। বহু বছর স্টার জলসায় কাজ করার পর, জি বাংলার ধারাবাহিক 'দাদামণি' নিয়ে ছোটপর্দায় ফিরেছেন তিনি। প্রযোজনায় নীলাঞ্জনা সেনগুপ্তর 'নিনি চিনি'জ মাম্মা' প্রোডাকশন হাউজ। এই ধারাবাহিকে প্রতীকের বিপরীতে দেখা যাচ্ছে অভিনেত্রী অনুষ্কা চক্রবর্তীকে।
কিন্তু রত্নপ্রিয়ার ফেরার অপেক্ষায় ছিল দর্শক মহল। আগে শোনা গিয়েছিল তিনিও নাকি জি বাংলায় ফিরছেন। কথাবার্তা নাকি এগিয়েছিল। তবে সেই ধারাবাহিক আর করা হয়নি তাঁর। তবে টলিপাড়ার অন্দরের খবর, এবার সান বাংলার পর্দায় দেখা যেতে চলেছে রত্নপ্রিয়াকে। তবে নাকি এবার আর নায়িকার চরিত্রে থাকছেন না তিনি! বরং পার্শ্বচরিত্রে ফিরছেন অভিনেত্রী।
সূত্রের খবর, সান বাংলার পর্দায় আসছে নতুন ধারাবাহিক 'রূপমতী'। রূপকথার গল্পকে কেন্দ্র করে আসছে এই মেগা। এই ধারাবাহিকে নায়িকা 'রূপমতী'র চরিত্রে দেখা যেতে চলেছে চরিত্রে অভিনয় করতে দেখা যাবে জয়িতা সান্যালকে। এর আগে দর্শক তাঁকে পার্শ্বচরিত্রে দেখে থাকলেও, এই প্রথমবার নায়িকা হিসেবে পেতে চলেছেন। এই খবর আজকাল ডট ইন আগেই জানিয়েছিল। জানা যাচ্ছে, রূপমতীর মায়ের চরিত্রে গল্পে দেখা যেতে চলেছে রত্নপ্রিয়াকে। ইতিমধ্যেই শুটিং শুরু হয়ে গিয়েছে। খুব তাড়াতাড়ি সম্প্রচারিত হবে এই ধারাবাহিক।
প্রকাশ্যে এসেছে নায়কের চরিত্রে কে থাকবেন, সেই খবরও। টলিপাড়ার সূত্রের খবর, রাজকুমার 'দেবদত্ত'র চরিত্রে এই ধারাবাহিকে দেখা যেতে চলেছে অভিনেতা অয়ন ঘোষকে। এর আগে দর্শক তাঁকে দেখেছিলেন জি বাংলার ধারাবাহিক 'ডায়মন্ডদিদি জিন্দাবাদ'-এ। নায়কের চরিত্রে দর্শকের মন কেড়েছিলেন অয়ন। এবার নতুন মেগায় রাজপুত্রের চরিত্রে কেমন হবে তাঁর যাত্রা? সেটাই এখন দেখার।
ধারাবাহিকের গল্প অনুযায়ী, রূপনগরে রাজত্বের ওপর পড়তে চলেছে রাক্ষসদের কালো ছায়া। রাজ্যাভিষেকের দিন ভাগ্য নেয় নতুন মোড়। রাজকন্যা রূপমতী,জন্ম যার রাজকন্যা হিসেবে, সে নির্বাসিত হয় তপবনে। নিজেকে গড়ে তোলে এক যোদ্ধা হিসেবে। এরপর হঠাৎ সে মুখোমুখি হয় রাক্ষস রানি জটিলার।
রাজপরিবারের অভ্যন্তরীণ রাজনীতি, বিশ্বাসঘাতকতা আর রাক্ষসী জটিলার প্রতিহিংসা সবই আজ রূপমতীর সামনে। এই লড়াই শুধু সিংহাসনের নয়,ন্যায় ও সত্যের লড়াই। এই লড়াইতে রূপমতী পাশে পায় রাজকুমার দেবদত্ত আর পরী রাজ্যের ছোট্ট বন্ধু তরতরিকে। এই গল্প শুধু রূপকথার নয়, এক রাজকন্যার জীবনযুদ্ধ, প্রেম আর আত্মজয়ের উপাখ্যান।