• সুরজিতের কণ্ঠে মিশেছে দুই বাংলার গল্প, মেঠো সুরে মন জুড়ালো 'ওরে বিদেশিনী'
    আজকাল | ১২ অক্টোবর ২০২৫
  • বাঙালির উৎসব মানেই যাঁর গান থাকবেই তিনি সুরজিৎ চট্টোপাধ্যায়। বাংলা ছবিতেও তাঁর কণ্ঠ দর্শকের মন ভোলায়। সম্প্রতি মুক্তি পেয়েছে সুরজিতের কণ্ঠে তাঁর নতুন গান 'ওরে বিদেশিনী'। সঙ্গীত পরিচালক সৌপর্ণ মান্নার সহযোগিতায় এই গানে কণ্ঠ দিয়েছেন সুরজিৎ। গানের রচনা পরিচালনার দায়িত্বে ছিলেন রজত রায় ও অরুণাভ মুখার্জি। শঙ্খ শীল এবং শর্মিষ্ঠা হালদারের প্রযোজনায় মুক্তি পেয়েছে এই গানটি।

    এই মিউজিক ভিডিওর অভিনয়ে দেখা যাচ্ছে সবুজ বর্ধন, শম্পিতা প্রামাণিক ও অজিত কুমার ব্যানার্জিকে। এছাড়াও বিশেষ উপস্থিতি রয়েছে দুর্বার শর্মার। গানটির চিত্রগ্রহণ করেছেন ঋষভ মাজী। সম্পাদনার দায়িত্ব সামলেছেন স্বর্ণাভ সাধুখা।

    মিউজিক ভিডিওটি দর্শকের সামনে তুলে ধরছে এক সুন্দর গল্প। দেখানো হচ্ছে দুটো দেশ যখন আলাদা হলো রাতারাতি ভিটেমাটি ছেড়ে চলে গেল কত মানুষ! যাদের ভাষা একই, মন একই, খাদ্যাভ্যাস একই। এই ফেলে আসা যন্ত্রণার গল্প শুনতে শুনতে বড় হয়ে উঠেছিল দামোদর, তার দাদুর কাছে। দামোদরের কাছে এই সব গল্প ঠিক ততদিন একটা গল্প ছিল যতদিন না ওর দেখা হল ওপার বাংলার মেয়ে পদ্মার সঙ্গে।

    প্রথম সাক্ষাতেই দামোদর বুঝতে পারে আর পাঁচ জন সাধারণ মেয়ে নয় পদ্মা। ওর জীবন, ওর দুঃখ, ওর না পাওয়া সবটা ধীরে ধীরে দামোদর শুনে নিজের অজান্তেই স্বল্প পরিচিত পদ্মা ওর সবচেয়ে কাছের কেউ হিসেবেই ভাবতে শুরু করল। প্রথমে পদ্মাকে এদেশেই রেখে দিতে চাইলেও একপ্রকার ওর দেশে ফেরার জেদের কাছে মাথা নত করল দামোদর।

    শুরু হল তাদের এক অদ্ভুত যাত্রা পথ। নানা বাধা পেরিয়ে দামোদর আর পদ্মা এসে ভিড়ল ইচ্ছামতীর তীরে যেখান থেকে আর কয়েক পা এগিয়ে গেলেই পদ্মা ফিরে যাবে নিজের ঘরে, নিজের দেশে। পরিস্থিতির কাছে দু'জনের সংজ্ঞা আকাশ আর মাটির তফাতের মতো। পদ্মার স্মৃতি নিয়ে দামোদরকে বেঁচে থাকতে হবে সারাজীন! এ যেন ভাবতেই পারে না সে। আক্ষরিক অর্থেই নদ আর নদীর পরিপূরক হয়ে উঠবে তাঁদের স্মৃতি। এবং সেই স্মৃতির সুরে বার বার বেজে উঠবে সুরজিতের কণ্ঠে 'ওরে বিদেশিনী তুই পালাবি কোথায়? পথের শেষে আসবি ফিরে গোলক ধাঁধায়...।'
  • Link to this news (আজকাল)