আজকাল ওয়েবডেস্ক: আধার কার্ডে নাম, ঠিকানা, জন্মতারিখ, ছবি কিংবা আঙুলের ছাপসহ যেকোনও ধরনের তথ্য সংশোধনের খরচ বাড়ানো হয়েছে। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া (UIDAI) সম্প্রতি নতুন ফি কাঠামো ঘোষণা করেছে, যা ৩০ সেপ্টেম্বর ২০২৮ পর্যন্ত কার্যকর থাকবে। এর পরবর্তী মাসে অর্থাৎ অক্টোবর ২০২৮-এ এই কাঠামোর পুনর্বিবেচনা করা হবে। প্রায় পাঁচ বছর পর আধার সংশোধনের খরচের এটাই প্রথম বড় পরিবর্তন।
UIDAI-এর নতুন নির্দেশিকা অনুযায়ী, আধারে নাম, ঠিকানা বা অন্যান্য ডেমোগ্রাফিক তথ্য সংশোধনের খরচ এখন থেকে ৭৫ টাকা ধার্য করা হয়েছে, যা আগে ছিল ৫০ টাকা। অন্যদিকে, বায়োমেট্রিক তথ্য যেমন আঙুলের ছাপ, চোখের মণির স্ক্যান বা মুখের ছবি পরিবর্তনের জন্য এখন ১২৫ টাকা দিতে হবে, যেখানে আগে খরচ ছিল ১০০ টাকা। অর্থাৎ, উভয় ক্ষেত্রেই সংশোধনের চার্জ ২৫ টাকা বৃদ্ধি পেয়েছে।
তবে শিশুদের জন্য এই নতুন নিয়মের মধ্যে কিছু বিশেষ ছাড় রাখা হয়েছে। UIDAI জানিয়েছে, জন্মের পর প্রথম আধার কার্ড তৈরির সময় কোনো খরচ লাগবে না। এছাড়া শিশুদের জন্য নির্দিষ্ট বয়সে বিনামূল্যে বায়োমেট্রিক আপডেটের সুযোগ থাকবে। পাঁচ বছর বয়সে প্রথমবার বায়োমেট্রিক আপডেট বাধ্যতামূলক, এরপর পাঁচ থেকে সাত বছরের মধ্যে পুনরায় একবার এবং পনেরো থেকে সতেরো বছরের মধ্যে আবারও আপডেট করতে হবে। এই সমস্ত আপডেটই সম্পূর্ণ বিনামূল্যে করা যাবে।
UIDAI বলেছে, এই ফি কাঠামো প্রযোজ্য হবে শুধুমাত্র আধার ইস্যু হওয়ার পর কোনও তথ্য পরিবর্তনের ক্ষেত্রে। অর্থাৎ, প্রথমবার আধার তৈরিতে কোনও খরচ নেই। এই নতুন নিয়ম অনুযায়ী, নাম, ঠিকানা, জন্মতারিখ, লিঙ্গ, বায়োমেট্রিক তথ্য বা সহায়ক নথি—যেকোনও পরিবর্তনের জন্যই নির্দিষ্ট চার্জ ধার্য থাকবে।
একই সঙ্গে UIDAI এমন নাগরিকদের জন্যও বিশেষ সুবিধা চালু করেছে, যারা বয়স, অসুস্থতা বা অন্যান্য কারণে আধার এনরোলমেন্ট সেন্টারে যেতে পারেন না। এখন থেকে UIDAI “doorstep service” বা ঘরে বসেই আধার আপডেটের সুযোগ দিচ্ছে। এই পরিষেবার জন্য নির্দিষ্ট ফি ধার্য করা হয়েছে—একজন ব্যক্তির জন্য ঘরে গিয়ে আধার এনরোলমেন্ট বা আপডেটের খরচ হবে ৭০০ টাকা । যদি একই পরিবারের একাধিক সদস্য একসঙ্গে এই সেবা নেন, তাহলে প্রথম ব্যক্তির জন্য ৭০০ টাকা, এবং পরবর্তী প্রতিটি সদস্যের জন্য খরচ হবে ৩৫০ টাকা।
UIDAI জানিয়েছে, এই পরিবর্তনের লক্ষ্য হল আধার আপডেট প্রক্রিয়াকে আরও নির্ভুল, নিরাপদ ও সুবিধাজনক করা। গত কয়েক বছরে আধার পরিষেবার ব্যবহার অনেক বেড়েছে—ব্যাংকিং, পেনশন, ভর্তুকি, মোবাইল সংযোগ বা অন্যান্য সরকারি সুবিধা পেতে আধার এখন অপরিহার্য। তাই তথ্যের সঠিকতা বজায় রাখতে নিয়মিত আপডেট করা জরুরি।
নতুন ফি কাঠামো চালুর মাধ্যমে UIDAI আশা করছে, আধার ব্যবস্থার মান ও নির্ভরযোগ্যতা আরও বৃদ্ধি পাবে, এবং নাগরিকদের জন্য আধার সংশোধন প্রক্রিয়া আরও সহজ ও স্বচ্ছ হবে।