• ইডেনে টেস্ট টিকিট ৩০০ থেকে শুরু
    আনন্দবাজার | ১২ অক্টোবর ২০২৫
  • চলতি বছরে শীতে টেস্ট ক্রিকেটের আমেজ নেওয়ার জন‌্য প্রস্তুত হচ্ছে ইডেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৪ নভেম্বর থেকে শুভমন গিলরা প্রথম টেস্ট খেলবেন ইডেনে। সেই ম‌্যাচের টিকিটের মূল‌্য চূড়ান্ত হয়েছে শনিবার।

    এ দিনই ছিল সিএবির অ‌্যাপেক্স কাউন্সিলের সভা। সেই সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, টেস্ট ম‌্যাচের টিকিটের সর্বনিম্ন মূল‌্য রাখা হবে ৩০০ টাকা। এর পরে যথাক্রমে ৭৫০, ১০০০ ও ১২৫০ টাকার টিকিট রয়েছে। শুভমন গিল, যশস্বী জায়সওয়াল, যশপ্রীত বুমরাদের দেখতে আশা করা হচ্ছে লাল বলের ক্রিকেটেও পুরো গ‌্যালারি ভরে যাবে। এ দিনের সভায় শুধু টিকিটের দামই নির্ধারণ করা হয়েছে। খুব শীঘ্রই বাকি বিষয়গুলিও চূড়ান্ত হয়ে যাবে।

    এ দিকে মেয়েদের সিনিয়র পর্যায়ের টি-টোয়েন্টিতে নাগপুরে শনিবার বাংলা চার উইকেটে হেরে গিয়েছে পঞ্জাবের বিরুদ্ধে। প্রথমে ব‌্যাট করে বাংলা তোলে ১২৯-৭। সর্বোচ্চ ৩৯ রান করেন ধারা গুজ্জর। তনুশ্রী সরকারের ব‌্যাটে আসে ৩৩ রান।

    জবাবে পঞ্জাব সতেরো বল বাকি থাকতেই ছয় উইকেট হারিয়ে জয়ের লক্ষ‌্যে পৌঁছে যায়। সুস্মিতা গঙ্গোপাধ‌্যায় মাত্র ১৫ রানে তিন উইকেট পান। দুরন্ত ব‌্যাটিংয়ের পরে বল হাতেও দুই উইকেট পান তনুশ্রী। তবে সেই লড়াই কোনও কাজে আসেনি। পাশাপাশি বাংলার অনূর্ধ্ব-১৯ মেয়েরাও একটি টি-টোয়েন্টি প্রতিযোগিতায় গুজরাটের বিরুদ্ধে ছয় উইকেটে হেরেছে।
  • Link to this news (আনন্দবাজার)