প্রেমিকাকে বিয়ে করতে নাছোড়বান্দা, তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসার জন্য দ্বিতীয় স্ত্রীর যা হাল করল যুবক, শিউরে উঠবেন
আজকাল | ১২ অক্টোবর ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বনিবনা হচ্ছিল না। তাই প্রেমিকার সঙ্গে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসার পরিকল্পনা করেছিলেন যুবক। কিন্তু পথের কাঁটা ছিল একমাত্র দ্বিতীয় স্ত্রী। অবশেষে ঘরের মধ্যে দ্বিতীয় স্ত্রীকে আটকে, পুড়িয়ে মারলেন স্বামী। ভয়াবহ হত্যাকাণ্ডে শিউরে উঠেছেন স্থানীয়রা।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে বিহারে। শনিবার পুলিশ আরও জানিয়েছে, প্রেমিকাকে বিয়ের জন্য চরম পদক্ষেপ করেছেন এক যুবক। এই বিয়ে ঘিরে আপত্তি জানিয়েছিলেন তাঁর দ্বিতীয় স্ত্রী। আপত্তি জানানোর জেরেই দ্বিতীয় স্ত্রীর গায়ে পেট্রোল ঢেলে, আগুন জ্বালিয়ে দেন তিনি। অগ্নিদগ্ধ অবস্থায় মৃত্যু হয়েছে যুবকের দ্বিতীয় স্ত্রীর।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে নালন্দা জেলায়। পাঁচ বছর আগে বিকাশ কুমার ২৫ বছরের সুনীতা দেবীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। সুনীতার বাবা জানিয়েছেন, বিয়ের কয়েক মাস পর জানা যায় বিকাশের এটি দ্বিতীয় বিয়ে। প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ না করেই দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি।
বিকাশের পরিবারের অনুরোধ তারপরে সংসারে থেকে যান সুনীতা। তিনি দুই সন্তানের জন্ম দেন। কিন্তু জন্মের কয়েক মুহূর্ত পরেই প্রাণ হারায় দুই সন্তান। এরপরই প্রেমিকার সঙ্গে তৃতীয়বার বিয়ের জন্য উঠেপড়ে লাগেন বিকাশ। যা ঘিরে সুনীতার সঙ্গে দাম্পত্য কলহ চরম পর্যায়ে পৌঁছয়। রাগের মাথায় শেষমেশ নিজের বাড়িতে চলে যান সুনীতা।
দুর্গাপুজোর ঠিক আগে সুনীতাকে ফের বাড়িতে ফিরিয়ে আনার জন্য শ্বশুরবাড়িতে গিয়েছিলেন বিকাশ। কে জানত, দিন কয়েক পরেই চরম পদক্ষেপ করতে চলেছেন। শনিবার দুপুরে সুনীতার পরিবারের সদস্যরা খবর পান, তাঁকে ঘরের মধ্যে বন্ধ করে, গায়ে আগুন জ্বালিয়ে, পুড়ে মেরেছেন বিকাশ। সুনীতার পরিবারের সদস্যরা আসার আগেই দেহটি মাটিতে পুঁতে দেওয়ার পরিকল্পনা ছিল বিকাশ ও তাঁর পরিবারের। কিন্তু সুনীতার পরিবারের আসার খবর পেয়েই তাঁরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যান।
পুলিশ আধিকারিক জানিয়েছেন, দেহটি ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। ফরেন্সিক টিম ঘটনাস্থলে পৌঁছে নমুনা সংগ্রহ করেছে। জোরকদমে তদন্ত চলছে।
প্রসঙ্গত, গত মে মাসে আরও এক ভয়াবহ হত্যাকাণ্ড ঘটেছিল। টেকেনি আগের দু'বারের বিয়ে। তৃতীয়বার বিয়ে করে নতুন করে সংসার করতে চেয়ছিল সে। তৃতীয় বিয়েও টিকল না সাতদিন। বিয়ের এক সপ্তাহ পরেই তৃতীয় স্ত্রীকে পিটিয়ে খুন করল ৪৪ বছরের এক যুবক। ইতিমধ্যেই তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার তৃতীয় স্ত্রীয়ের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বারাণসীর আমৌলি গ্রামে। পুলিশ জানিয়েছে, ২৬ বছরের আরতি পাল জৌনপুরের বাসিন্দা ছিলেন। ৯ মে রাজু পালের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি। এরপর আমৌলি গ্রামে এসে থাকতে শুরু করেন। বিয়ের কদিন পরেই দাম্পত্য কলহ শুরু হয়। বৃহস্পতিবার রাতে রাজুর সঙ্গে তুমুল ঝামেলা হয় আরতির।
স্থানীয়রা জানিয়েছেন, আরতি ও রাজুর ঝামেলা তাঁরা টের পেয়েছিলেন। ঝগড়া-অশান্তির মধ্যে হঠাৎ আরতির চিৎকারের শব্দ শুনতে পান। তখনই স্থানীয়রা ছুটে যান। খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে পৌঁছে আরতিকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যায় তারা। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তে জানা গেছে, শারীরিক নির্যাতনের কারণেই মৃত্যু হয়েছে তাঁর।
তরুণীর মৃত্যুর পর রাজুকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এর আগে দু'বার বিয়ে করেছিল রাজু। প্রথম ও দ্বিতীয় স্ত্রীর সঙ্গেও তুমুল অশান্তি করত সে। একটিও বিয়ে তাই টেকেনি। এবার তৃতীয় স্ত্রীকে বিয়ের এক সপ্তাহ পরেই পিটিয়ে মারল।