বীভৎস, স্ত্রী ফিরতে না চাওয়ায় তিন সন্তানকে গলার নলি কেটে খুন করল বাবা! পরে থানায় আত্মসমর্পণ
আজকাল | ১২ অক্টোবর ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: শিউরে ওঠার মত ঘটনা। স্ত্রী বাড়ি না ফেরায় নিজের তিন সন্তানকে গলার নলি কেটে খুন করল বাবা! এরপর নিজেই তানায় গিয়ে আত্মসমপ্রণ করেছেন খুনী। ঘটনাটি তামিলনাড়ুর তাঞ্জাভুর জেলায় পাট্টুকোট্টাইয়ের কাছে পেরিয়াকোট্টাই গ্রামে।
পুলিশ সূত্রে খবর, ৩৮ বছর বয়সী বিনোথ কুমারের সঙ্গে নিত্যার বিয়ে হয়েছিল। কিন্তু দাম্পত্য আশান্তির জেরে এই দম্পতি গত ছয় মাস ধরে আলাদাভাবে বসবাস করছিলেন। এই দম্পতির তিন সন্তান, ১১ বছরের ওভিয়া, ৮ বছরের কীর্তি এবং ৫ বছর বয়সী ঈশ্বর।
পুলিশ জানিয়েছে, বিনোথ কুমার সম্প্রতি তাঁর স্ত্রীর সঙ্গে দেখা করে তাঁকে ফিরে আসার জন্য অনুরোধ করেছিলেন। ফের একসঙ্গে সংসার করার কতা জানান। তবে স্ত্রী নিত্যা ফিরতে নারাজ ছিলেন। এতেই দিশাহারা হয়ে পড়েন বিনোথ। যার পরিণতি হল ভয়ঙ্কর।
জানা গিয়েছে, স্ত্রীর অনড় মনোভাবের জেরে নিজের সন্তানদের শেষ করে দেওয়ার সিদ্দান্ত নেন বিনোথ কুমার। সন্তানদের জন্য মিষ্টি কিনে আনেন তিনি। সেসব থাওয়া-দাওয়ার পর তিন সন্তানেরই গলার নলি কেটে খুন করেন তিনি। অপরাধ করার পর, বিনোথ কুমার মধুকুর থানায় গিয়ে আত্মসমর্পণও করেন। পুলিশ মামলা দায়ের করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।
অন্ধ্রপ্রদেশের নাগরকুরনুল জেলায় একই রকমই আরেকটা ঘটনা ঘটেছে। ৩৬ বছর বয়সী এক ব্যক্তি তাঁর তিন সন্তানকে হত্যা করেছেন। আগুনে পুড়িয়ে মেরেছেন সন্তানদের। পরে ওই ব্যক্তিও আগ্নিদগ্ধ হয়েই মারা যান। পুলিশের অনুমান, অভিযুক্ত আত্মহত্যা করেছেন। বৈবাহিক কলহের কারণে এই ঘটনা ঘটেছে। পুলিশ সন্দেহ করছে যে, পারিবারিক দ্বন্দ্ব এবং মানসিক যন্ত্রণাই এই অপরাধের মূলে রয়েছে।