বাড়ির বাইরে পা রাখতেই সর্বনাশ! বন্ধুর চোখের সামনে গণধর্ষণের শিকার দলিত কিশোরী, পাঁচ অভিযুক্ত ওই গ্রামেরই বাসিন্দা?
আজকাল | ১২ অক্টোবর ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথেই সর্বনাশ। নিজের এলাকাতেই গণধর্ষণের শিকার এক দলিত কিশোরী। তার পরিচিত এক যুবকের সামনেই কিশোরীকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তরা।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের লখনউয়ে। শনিবার পুলিশ জানিয়েছে, লখনউয়ে ১৬ বছর বয়সি দলিত ছাত্রী গণধর্ষণের শিকার হয়েছে। গণধর্ষণের অভিযোগ উঠেছে পাঁচজনের বিরুদ্ধে।
কৃষ্ণনগরের অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার বিকাশ কুমার পাণ্ডে জানিয়েছেন, শনিবার বেলা ১২টা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিল ওই দলিত কিশোরী। আত্যীমীয়েবাড়িতে যাচ্ছিল সে। পূর্ব পরিচিত এক যুবকের মোটরবাইকে করে যাচ্ছিল কিশোরী। বান্দারা থানার অন্তর্গত একটি পেট্রোল পাম্পের পাশে আমবাগানে দাঁড়িয়ে যুবকের সঙ্গে গল্প করছিল ওই কিশোরী। তখনই আচমকা পাঁচ অভিযুক্ত যুবক কিশোরীর উপর হামলা করে।
প্রথমে কিশোরীর পরিচিত যুবককে বেধড়ক মারধর করে তারা। ভয়ের চোটে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যান ওই যুবক। এরপর কিশোরীকে আরও নির্জন এলাকায় টেনে নিয়ে গণধর্ষণ করে তারা। এরপর বিষয়টি বাইরে ফাঁস না করার জন্য হুমকি দিয়ে তারাও পালিয়ে যায়। সেখানে কোনও মতে আত্মীয়ের বাড়িতে পৌঁছে ঘটনাটি জানায় কিশোরী। তাঁরাই থানায় গণধর্ষণের অভিযোগ দায়ের করেন।
পুলিশ জানিয়েছে, ইতিমধ্যেই কিশোরীকে মেডিক্যাল টেস্টর জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশের টিম তৈরি করে পাঁচ অভিযুক্তের খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়েছে। প্রাথমিক অনুমান, অভিযুক্তরা আশেপাশের গ্রামের বাসিন্দা হতে পারে।
প্রসঙ্গত, গত মাসেই আরও এক গণধর্ষণের ঘটনা ঘটেছিল ভিন রাজ্যে। উৎসবের আবহে গণধর্ষণের শিকার কিশোরী। গণধর্ষণের অভিযোগে এখনও পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মেলায় ঘুরতে গিয়েই অভিযুক্ত এক যুবকের সঙ্গে দেখা হয়েছিল কিশোরীর। সেই গল্প করার অজুহাতে কিশোরীকে ফাঁকা জায়গায় টেনে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয়।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের গোদ্দা জেলায়। শনিবার পুলিশ সূত্রে জানা গেছে, বোয়ারজিজোরে এলাকায় এক কিশোরী গণধর্ষণের শিকার হয়। তার পরিবারের অভিযোগের ভিত্তিতে এফ আই আর দায়ের করা হয়েছে। এবং কিশোরীর বয়ান রেকর্ড করার পরেই অভিযুক্ত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘটনাটি আদতে ঘটেছে শুক্রবার। কিশোরী তার এক আত্মীয়ের বাড়িতে ঘুরতে এসেছিল। সেখানেই এক মেলায় আত্মীয়ের সঙ্গে ঘুরতে গিয়েছিল সে। অভিযুক্ত এক যুবকের সঙ্গে সেই মেলাতেই আলাপ হয় কিশোরীর। গল্প করার অজুহাতে কিশোরীকে নির্জন এলাকায় নিয়ে যায় ওই অভিযুক্ত যুবক। সেখানেই তাদের সঙ্গে যুক্ত হয় যুবকের আরও তিন বন্ধু।
নির্জন এলাকায় এরপর চারজনে মিলে কিশোরীকে গণধর্ষণ করে পালিয়ে যায়। কোনও মতে বাড়ি ফিরেই ভয়াবহ অভিজ্ঞতার বিষয়ে জানায় কিশোরী। তড়িঘড়ি করে থানায় অভিযোগ দায়ের করে নির্যাতিতা কিশোরীর পরিবার। কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্তদের গ্রেপ্তার করেছে পুলিশ।