গত শুক্রবার কী ঘটেছিল?আফগাননিস্তানের তালিবান বিদেশমন্ত্রীর সাংবাদিক বৈঠককে কেন্দ্র করে বিতর্ক দানা বেঁধেছিল। উঠেছিল লিঙ্গবৈষম্যের অভিযোগ। শুক্রবার ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকের পর দিল্লিতে সাংবাদিক বৈঠক করেন আফগান মন্ত্রী আমির খান মুত্তাকি। সেখানে কোনও মহিলা সাংবাদিককে আমন্ত্রণ জানানো হয়নি। যা নিয়েই সাবাদিক-সহ নানা মহলে ক্ষোভ ছড়ায়। এই ইস্যুতে শনিবার নয়াদিল্লি জোর দিয়ে বলে যে, আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির সাবাদিক বৈঠকে তাদের কোন ভূমিকা ছিল না।
বিদেশমন্ত্রক জানায়, সংবাদ বৈঠকে আমন্ত্রণপত্র মুম্বইতে আফগানিস্তানের কনসাল জেনারেলের নির্বাচিত সাংবাদিকদের কাছে পাঠানো হয়েছিল। এইসব সাংবাদিকরা আফগান মন্ত্রীর সফরের জন্য দিল্লিতে অবস্থান করছিলেন। আফগান দূতাবাস এলাকা ভারত সরকারের এখতিয়ারভুক্ত নয়।
শুক্রবার আফগানিস্তান দূতাবাসে অনুষ্ঠিত সংবাদ বৈঠকে মহিলা সাংবাদিকরা অনুপস্থিত ছিলেন। কয়েকজন মহিলা সাংবাদিককে সাংবাদিক বৈঠকে ঢুকতে বাধা দেওয়া হয়েছিল বলে অভিযোগ করা হয়েছে। সংবাদ বৈঠকের কিছুক্ষণ পরেই, অনেক সাংবাদিক সোশাল মিডিয়ায় তাঁদের ক্ষোভ উগরে দেন। উল্লেখ করেন যে, সমস্ত মহিলা সাংবাদিক পোশাকবিধি মেনে চললেও ঢুকতে দেওয়া হয়নি সাবাদিক বৈঠকে, যা লিঙ্গবৈষম্যমূলক।
সাংবাদিক সংগঠনগুলির প্রতিবাদ: এডিটরস গিল্ড অফ ইন্ডিয়া এবং ইন্ডিয়ান উইমেনস প্রেস কর্পস (আইডব্লিউপিসি)-সহ বেশ কয়েকটি সাংবাদিক সংগঠন এই পদক্ষেপকে "বৈষম্যমূলক" বলে সমালোচনা করে। উভয় সংগঠনই বলেছে যে, ভিয়েনা কনভেনশনের অধীনে কূটনৈতিক সুযোগ-সুবিধা-সহ কোনও কারণেই মহিলা সাংবাদিকদের নিষিদ্ধ করার সিদ্ধান্তকে মান্যতা দেয় না।
আফগানিস্তানের তালিবান সরকার মহিলাদের উপর আরোপিত বিধিনিষেধের জন্য পরিচিত, বিশেষ করে তাদের কাজ করতে বাধা দেওয়ার জন্য। সম্প্রতি, আফগান বিশ্ববিদ্যালয়গুলিতে মহিলাদের লেখা রচিত বই নিষিদ্ধ করেছে এবং লিঙ্গ ও উন্নয়ন, নারী সমাজবিজ্ঞান, মানবাধিকার, আফগান সাংবিধানিক আইন এবং বিশ্বায়ন ও উন্নয়ন-সহ ১৮টি কোর্স বাতিল করেছে।
কেন্দ্রকে নিশানানা বিরোদীদের:ভারতের বিরোধী নেতৃত্ব আফগান মন্ত্রী সাংবাদিক বৈঠকে মহিলাদের উপর 'নিষেধাজ্ঞা'র অভিযোগ নিয়ে কেন্দ্রকে নিশানা করেছেন।
কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভঢ়রা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এই ঘটনার বিষয়ে তার অবস্থান "স্পষ্ট" করতে বলেন। তিনি জিজ্ঞাসা করেন যে, "এ দেশে নারীরা জাতির মেরুদণ্ড এবং গর্ব। তাহলে কীভাবে ভারতের সবচেয়ে যোগ্য মহিলাদের অপমান এ দেশে অনুমোদিত হল?"
প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদাম্বরমের মতে, পুরুষ সাংবাদিকরা যখন জানতে পেরেছিলেন যে অনুষ্ঠানে মহিলাদের প্রবেশাধিকার নেই তখন তাঁদের আফগান মন্ত্রী সাংবাদিক বৈঠক থেকে ওয়াক আউট করা উচিত ছিল। বলেন, "আমি হতবাক যে, আফগানিস্তানের মন্ত্রী আমির খান মুত্তাকির সংবাদ বৈঠক থেকে মহিলা সাংবাদিকদের বাদ দেওয়া হয়েছিল। আমার ব্যক্তিগত দৃষ্টিতে, পুরুষ সাংবাদিকদের যখন জানতে পেরেছিলেন যে, তাঁদের মহিলা সহকর্মীদের সেখানে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে (অথবা আমন্ত্রণ জানানো হয়নি), তখন তাঁদের ওয়াক আউট করা উচিত ছিল।"
মুত্তাকি বৃহস্পতিবার ভারতে আসেন এবং শুক্রবার বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন। এই বৈঠক ভারত-আফগান সম্পর্কের ক্ষেত্রে নয়া মোড় বলে মনে করা হচ্ছে।