• মহিলা সাংবাদিক বিতর্কে এবার সাফাই গাইলেন মুত্তাকি! দুম করে দোষ চাপালেন কার ঘাড়ে?...
    আজকাল | ১২ অক্টোবর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: যে দেশে এসেছেন, এক আচরণেই সে দেশের বহু মানুষ চটেছেন। বুঝতে পেরেই তড়িঘড়ি সিদ্ধান্ত। ফের সাংবাদিক সম্মেলন। এবং দু' দফায়  যেন সামগ্রিক ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা। প্রথমে দ্বিতীয় সাংবাদিক বৈঠকে ডাকলেন মহিলা সাংবাদিকদের এবং দ্বিতীয় দফায় সাফাই গাইলেন। সাংবাদিক বৈঠকে বললেন, প্রথম বৈঠক, যা ঘিরে তুমুল বিতর্ক, সেখানে যে বিষয়টি নিয়ে বিতর্ক, তা নাকি ইচ্ছাকৃত নয়, টেকনিক্যাল ইস্যু।

    রবিবার তিনি জানালেন, 'সংবাদ সম্মেলনের বিষয়ে, এটি স্বল্প সময়ের নোটিসে আয়োজিত হয়েছিল এবং সাংবাদিকদের একটি সংক্ষিপ্ত তালিকা নির্ধারণ করা হয়েছিল, এবং যে অংশগ্রহণের তালিকা উপস্থাপন করা হয়েছিল তা খুবই সুনির্দিষ্ট ছিল। তাই এটি কেবল একটি প্রযুক্তিগত সমস্যা ছিল। আমাদের সহকর্মীরা সাংবাদিকদের একটি নির্দিষ্ট তালিকা বানিয়ে আমন্ত্রণ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিলেন এবং এর বাইরে অন্য কোনও উদ্দেশ্য ছিল না।' 

    মূল ঘটনার সূত্রপাত শুক্রবার। আফগানিস্তানের তালিবান বিদেশমন্ত্রীর সাংবাদিক বৈঠককে কেন্দ্র করে বিতর্ক দানা বেঁধেছিল। উঠেছিল লিঙ্গবৈষম্যের অভিযোগ। শুক্রবার ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকের পর দিল্লিতে সাংবাদিক বৈঠক করেন আফগান মন্ত্রী আমির খান মুত্তাকি। সেখানে কোনও মহিলা সাংবাদিককে আমন্ত্রণ জানানো হয়নি। যা নিয়েই সাংবাদিক-সহ নানা মহলে ক্ষোভ ছড়ায়। এই ইস্যুতে শনিবার নয়াদিল্লি জোর দিয়ে বলে যে, আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির সাবাদিক বৈঠকে তাদের কোন ভূমিকা ছিল না। 

    বিদেশমন্ত্রক জানায়, সংবাদ বৈঠকে আমন্ত্রণপত্র মুম্বইতে আফগানিস্তানের কনসাল জেনারেলের নির্বাচিত সাংবাদিকদের কাছে পাঠানো হয়েছিল। এইসব সাংবাদিকরা আফগান মন্ত্রীর সফরের জন্য দিল্লিতে অবস্থান করছিলেন। আফগান দূতাবাস এলাকা ভারত সরকারের এক্তিয়ারভুক্ত নয়। শুক্রবার আফগানিস্তান দূতাবাসে অনুষ্ঠিত সংবাদ বৈঠকে মহিলা সাংবাদিকরা অনুপস্থিত ছিলেন। কয়েকজন মহিলা সাংবাদিককে সাংবাদিক বৈঠকে ঢুকতে বাধা দেওয়া হয়েছিল বলে অভিযোগ করা হয়েছে। সংবাদ বৈঠকের কিছুক্ষণ পরেই, অনেক সাংবাদিক সোশাল মিডিয়ায় তাঁদের ক্ষোভ উগরে দেন। উল্লেখ করেন যে, সমস্ত মহিলা সাংবাদিক পোশাকবিধি মেনে চললেও ঢুকতে দেওয়া হয়নি সাবাদিক বৈঠকে, যা লিঙ্গবৈষম্যমূলক।

    আঙুল ওঠে কেন্দ্রের দিকেও। যদিও রবিবার মুত্তাকি আবার বৈঠক ডেকে মহিলা সাংবাদিকদের আমন্ত্রণ জানিয়ে, সাফাই গাইলেন।

    একইসঙ্গে তিনি পাক-আফগান সংঘর্ষ প্রসঙ্গেও এদিন মন্তব্য করেন। মুত্তাকি বলেন, 'কাতার এবং সৌদি আরব দু'পক্ষকে শত্রুতা বন্ধ করার নির্দেশ দিয়েছে, এবং আমরা তা মেনে নিয়েছি। আলোচনার জন্য আমাদের দরজা খোলা রয়েছে। আমরা আফগানিস্তানে শান্তি এনেছি এবং সমগ্র অঞ্চলে শান্তির জন্য চেষ্টা করেছি। যদি কেউ শান্তি না চায়, আমরা আমাদের সীমান্ত রক্ষা করব।'

    এদিন সাংবাদিক বৈঠকে মুত্তাকিকে প্রশ্ন করা হয়, ভারতের সঙ্গে আফগান-সম্পর্ক উন্নতির কারণেই কি হামলা চালাল পাকিস্তান? উত্তরে মুত্তাকি বলেন, সেই উত্তর পাকিস্তানের থেকেই নিতে।
  • Link to this news (আজকাল)