এবার ডুয়ার্সে টয়ট্রেন! কোথায় গেলে চড়তে পারবেন? জেনে নিন
বর্তমান | ১২ অক্টোবর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: এবার ডুয়ার্সে টয়ট্রেন। শীতাতপ নিয়ন্ত্রিত ওই টয়ট্রেনে চেপে আপনি ঘুরে দেখতে পারেন উল্টো তাজমহল, উল্টো বাড়ি থেকে বিমানবন্দর। এতক্ষণে নিশ্চয়ই ধারণা করতে পেরেছেন কিছুটা। হ্যাঁ, গোরুমারা জঙ্গল লাগোয়া ডায়না নদীর তীরে নাগরাকাটার আপার কলাবাড়িতে পর্যটনে নয়া মুকুট হিসেবে যুক্ত হল টয়ট্রেন। যা পর্যটকদের কাছে ডুয়ার্স ফান সিটির আকর্ষণ বাড়াবে বলে মনে করা হচ্ছে। সাম্প্রতিক বন্যায় জলমগ্ন হয়েছিল ফান সিটি। কিন্তু পুরোপুরি জল নেমে গিয়েছে। ফলে পর্যটকরা এখানে এসে সুন্দরভাবে ঘুরতে পারবেন বলে দাবি কর্তৃপক্ষের। ৪৫ বিঘা জমির উপর গড়ে উঠেছে ডুয়ার্স ফান সিটি। এখান থেকে জলদাপাড়া কিংবা মূর্তির দূরত্ব ৪৫ কিমি। ফলে পর্যটকরা ডুয়ার্সে ঘুরতে এসে কয়েকঘণ্টার জন্য বেড়িয়ে আসতে পারেন এই ফান সিটিতে। চাইলে এখানে থাকার ব্যবস্থাও আছে। ডুয়ার্স ফান সিটিতে প্রবেশমূল্য ৭০ টাকা। এছাড়া বিভিন্ন রাইডের জন্য আলাদা টিকিট। ডুয়ার্সের পর্যটনে আলিপুরদুয়ারে যেমন বাড়তি মাত্রা যোগ করেছে কাচের ওয়াচ টাওয়ার, স্নো ওয়ার্ল্ড, তেমনই নাগরাকাটায় উল্টোবাড়ি, উল্টো তাজমহলের পর এবার টয়ট্রেন পর্যটক টানবে বলে মনে করছে কর্তৃপক্ষ।ডুয়ার্স ফান সিটির তরফে শেখ জিয়াউর রহমান বলেন, বিশাল এলাকাজুড়ে আমাদের ফান সিটি। এখানে হেঁটে ঘুরতে পর্যটকদের একটু অসুবিধা হতো। সেকারণে আমরা টয়ট্রেন চালু করলাম। শীতাতপ নিয়ন্ত্রিত ওই টয়ট্রেনে চেপে পর্যটকরা গোটা ফান পার্ক ঘুরে দেখতে পারবেন। এখানে উল্টোবাড়ি, উল্টো তাজমহল, বিমানবন্দর, বিশাল বিমান এতদিন পর্যটকদের নজর কাড়ছিল। এবার টয়ট্রেন বাড়তি আকর্ষণ যোগ করবে।