নির্বাচনের আগে পূর্ব বর্ধমানে ইনকিলাব যাত্রা শুরু সিপিএমের
দৈনিক স্টেটসম্যান | ১২ অক্টোবর ২০২৫
আগামী ২০২৬-এর বিধানসভা ভোটকে পাখির চোখ করে এগোতে চায় শাসক-বিরোধী সিপিএম। আর এই কর্মসূচিতে শনিবার পূর্ব বর্ধমানে সিপিএমের উদ্যোগে শুরু হলো ‘ইনকিলাব যাত্রা।’ একদিকে যখন এ রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস ও বিজেপি ভোট প্রচারে এগিয়ে থাকার প্রতিযোগিতা শুরু করেছে, তখন সিপিএমের এই কর্মসূচি রাজনৈতিক মহলে আলোড়ন ফেললো। যদিও এই কর্মসূচির ডাক দিয়েছে সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই। শনিবার দুপুরে ওই কর্মসূচির সূচনা হয়। মূলত নির্বাচনকে সামনে রেখে এই কর্মসূচি হলেও বাম যুব সংগঠনের নেতারা বলছেন, অগ্নিযুগের বিপ্লবীদের কথা স্মরণ করেই এই কর্মসূচি চলবে। বাম যুবরা এই কর্মসূচিতে মিছিলের ডাক দিয়েছেন। রাজ্যের সব জেলার পাশাপাশি পূর্ব বর্ধমানে খন্ডঘোষ ব্লকেই প্রথম যাত্রা শুরু করা হলো। এই ব্লকের ওঁয়ারি গ্রামে বিপ্লবী বটুকেশ্বর দত্তের জন্মভিটে থেকে এদিন ওই পদযাত্রা শুরু হয়। মিছিলের যাত্রা শুরু করেন যুব সংগঠনের প্রাক্তন সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়।
ছিলেন ডিওয়াইএফআই-এর প্রথম সারির নেতা-নেত্রীরা। ওই মিছিল ধারাবাহিকভাবে চলবে বলে জানানো হয়েছে। রবিবার বর্ধমান স্টেশন এলাকায় মিছিলে অংশ নেবেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। বামপন্থী যুব সংগঠনের রাজ্য সম্পাদক ধ্রুবজ্যোতি সাহা জানান, এই মিছিলের মাধ্যমে কৃষকদের ফসলের ন্যায্য মূল্য, শ্রমিকদের মজুরি বৃদ্ধি, মানুষের কাজ-সহ একাধিক দাবি তুলে ধরা হবে। এই মিছিলের মাধ্যমে ভারতের অন্যতম দুই বিপ্লবী বটুকেশ্বর দত্ত এবং ভগৎ সিংকে স্মরণ করার কথা ঘোষণা হয়েছে আগেই। দাবি, এই দুই বিপ্লবী লাহোর মামলা চলাকালে ইনকিলাব জিন্দাবাদ ধ্বনি তুলেছিলেন। তাঁদের তৈরি সংগঠনের শতবর্ষ চলছে। আর সেটা সামনে রেখে বিপ্লবীদের সম্মান জানাতেই এই কর্মসূচি।