শনিবার শালবনীতে বিজয়ার সম্মিলনিতে উপস্থিত হয়ে রাজ্যের মন্ত্রী ডা: মানস ভূঁইয়া বলেন, এস আই আর নিয়ে কেন্দ্রের বিজেপি ও রাজ্য বিজেপি ভয়ংকর খেলায় মেতেছে। আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নির্দেশ দিয়েছেন প্রতিটি ব্লকে, বিধানসভাযর প্রতিটি অঞ্চলে প্রতিটি বুথে তীক্ষ্ণ নজর রেখে আমাদের দেখতে হবে কোন ভোটারের নাম যেন কাটা না যায়। ২০১১ সালে মানুষের আশীর্বাদ নিয়ে ৩৪ বছরের সিপিএমের সরকারকে ভেঙে তছনছ করে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেটা ছিল দ্বিতীয় পর্বের স্বাধীনতা যুদ্ধ। শৃঙ্খলিত কারাগার চুরমার করে বাংলার মানুষকে তিনি মুক্তি দিয়েছিলেন। তার নেতৃত্বে বাংলায় উন্নয়ন এগিয়ে চলেছে। আমাদের সামনে এখন নতুন বিপদ।
তিনি আরও বলেন, বিজেপি বাংলাকে গ্রাস করতে চাইছে। বিভেদের রাজনীতি এখানে শুরু হয়েছে। এটা অত্যন্ত অপরাধমূলক রাজনৈতিক কাজ। মমতা বন্দ্যোপাধ্যায় বিবেকানন্দকে মাথায় রেখে, রবীন্দ্রনাথকে হৃদয়ে রেখে, নজরুলকে তার চিন্তাধারায় রেখে এই বাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে চলেছেন । এই বাংলাকে বাঁচাতে বাংলার সংস্কৃতিকে বাঁচাতে, বাংলা ভাষাকে বাঁচাতে মমতা ব্যানার্জীর এই সংগ্রাম। ২০২৬ এর লড়াই বাংলাকে রক্ষা করা, বাঙালিকে রক্ষা করা বাংলা ভাষাকে রক্ষা করা রবীন্দ্রনাথ, নজরুল, বিবেকানন্দ, নেতাজিকে রক্ষা করার লড়াই। উপস্থিত ছিলেন নির্মল ঘোষ, গোপাল খাটুয়া, প্রতিভা রানী মাইতি প্রমূখ।