• অনুমতি ছাড়া সরকারি আধিকারিক এবং কর্মচারীদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা, নির্দেশ মুখ্যসচিবের
    দৈনিক স্টেটসম্যান | ১২ অক্টোবর ২০২৫
  • সরকারি অনুমতি ছাড়া বিদেশ ভ্রমণ নয়। ব্যক্তিগত বিদেশ সফর, এলটিসি (লিভি ট্রাভেল কনসেশন) নিয়ে বেড়াতে যাওয়া বা সরকারি কাজের জন্য বিদেশ সফর পূর্ব অনুমতি ছাড়া করা যাবে না। আধিকারিক এবং কর্মচারীদের কড়া নির্দেশ রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থের।

    সম্প্রতি নবান্ন থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে, বিভিন্ন দপ্তরের কিছু সরকারি কর্মী বিদেশ সফরের জন্য অনুমতি পাওয়ার আগেই ভ্রমণ সংক্রান্ত বুকিং টিকিট বা হোটেল ঠিক করে রাখছে। এই ধরনের কাজ প্রশাসনিক নিয়ম লঙ্ঘন করছে। বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে, ‘এই ধরনের পদক্ষেপ সরকারি নিয়ম ও প্রক্রিয়াগত নীতির প্রতি অবমাননার শামিল।‘

    মুখ্যসচিবের স্পষ্ট নির্দেশ, শুধুমাত্র ভ্রমণ বা থাকার ব্যবস্থা ঠিক করা হয়ে গেছে বলে কোনও শিথিলতা বা বিশেষ অনুমোদন প্রদান করা হবে না। সরকারি নিয়ম অনুযায়ী বিদেশ সফরের ক্ষেত্রে পূর্বানুমতি নেওয়া বাধ্যতামূলক। তা না করলে সংশ্লিষ্ট কর্মীর বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ করা হতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কর্মীর ছুটির মেয়াদ শুরু হওয়ার অন্তত চার সপ্তাহ আগে সফরের অনুমতি জন্য আবেদন দপ্তরে পাঠাতে হবে। শেষ মুহূর্ত প্রস্তাব পাঠিয়ে অনুমোদন নেওয়া চলবে না। প্রশাসনিক শৃঙ্খলা ও প্রক্রিয়াগত রীতিনীতি বজায় রাখতেই সমস্ত বিভাগীয় প্রধানদের এই নিয়ম মেনে চলতে হবে।

    নবান্ন সূত্রে খবর, বিদেশ সফর সংক্রান্ত অনুমতি প্রক্রিয়ায় নিয়মিত শৃঙ্খলা আনতেই এই নির্দেশিকা। এর মাধ্যমে কর্মীদের মধ্যে প্রশাসনিক নিয়ম মেনে চলার সংস্কৃতি গড়ে তোলাই মূল লক্ষ্য। রাজ্য সরকারের এক আধিকারিক জানিয়েছেন,‘বেশ কিছু সরকারি আধিকারিক এবং কর্মচারী আগে থেকে বিদেশ সফরের যাবতীয় প্রস্তুতি হয়ে নেওয়ার পর নামমাত্র অনুমতির জন্য আবেদন করেন। এই বিষয়টি কোনও ভাবেই মানা হবে না বলে জানিয়েছে নবান্ন। মুখ্যসচিব এই সংক্রান্ত বিষয়ে সরাসরি নির্দেশ দিয়েছেন রাজ্যের অতিরিক্ত সচিব, বিশেষ সচিব এবং সচিবদের।‘ মুখ্যসচিবের এই পদক্ষেপে বিদেশ সফর সংক্রান্ত প্রক্রিয়া আরও কড়া ও স্বচ্ছ হবে বলেই মনে করা হচ্ছে।

     
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)