‘জীবন দিয়ে মূল্য দিতে হয়েছে ইন্দিরাকে’, অপারেশন ব্লু স্টারের জন্য ঘুরিয়ে সেনাকে বিঁধলেন চিদম্বরম!
প্রতিদিন | ১২ অক্টোবর ২০২৫
সোমনাথ রায়, নয়াদিল্লি: ১৯৮৪ সালের জুন মাস। অমৃতসরের স্বর্ণমন্দিরে ভারতীয় নিরাপত্তারক্ষা বাহিনীর অপারেশন ব্লু স্টার। সেই অভিযান যে ভুল ছিল, সেটা আরও একবার স্বীকার করে নিল কংগ্রেস। প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম মানলেন, অপারেশন ব্লু স্টার ভুল ছিল। সেই ভুলের মূল্য জীবন দিয়ে চখাতে হয়েছে ইন্দিরা গান্ধীকে। কিন্তু প্রাক্তন অর্থমন্ত্রী বলছেন, সেই ভুল ইন্দিরার একার ছিল না। সেটা ছিল সেনা-গোয়েন্দাদের সম্মিলিত সিদ্ধান্ত।
ইন্দিরার হত্যা নিয়ে এক বইপ্রকাশ অনুষ্ঠানে গিয়ে শনিবার চিদম্বরম বলছেন, “এখানে অনেকেই প্রাক্তন সেনা কর্তা আছে। তাঁদের কোনওরকম আঘাত না করেই আমি বলতে চাই, অপারেশন ব্লু স্টার ভুল ছিল। ওই ভাবে স্বর্ণমন্দির উদ্ধার করার পরিকল্পনা একেবারেই ঠিক হয়নি। পরে আমরা দেখেছি সেনাকে বাইরে রেখেও স্বর্ণমন্দির উদ্ধার করা গিয়েছে।” চিদম্বরমের মতে, “ব্লু স্টার ভুল ছিল। সেটা ইন্দিরা গান্ধীর নির্দেশে হয়েছিল বটে। তবে সেই সিদ্ধান্তটা ইন্দিরার একার ছিল না। সেনা-পুলিশ-গোয়েন্দা বিভাগ সকলের সম্মিলিত সিদ্ধান্ত ছিল।”
চিদম্বরম বলতে চাইলেন, সেনা-পুলিশ এবং প্রশাসনের সম্মিলিত সেই সিদ্ধান্তের মাশুল পরে দিতে হয় ইন্দিরাকে। অপারেশন ব্লু স্টারের জন্য প্রাণ খোয়াতে হয় তাঁকে। তিনি স্পষ্ট বলছেন, “ব্লু স্টারের দায় একা ইন্দিরা গান্ধীর নয়। তবু জীবন দিয়ে মূল্য চোকাতে হয়েছে তাঁকে।”
উল্লেখ্য, ১৯৮৪ সালে পৃথক খলিস্তানের দাবিতে উত্তাল হয়ে ওঠে পাঞ্জাব। অমৃতসর স্বর্ণমন্দিরে ঘাঁটি গেড়ে গোটা রাজ্যে হিংসাত্মক ঘটনা চালাতে থাকে বিচ্ছিন্নতাবাদীদের নেতা জার্নেল সিং ও তার অনুগামীরা। এই আন্দোলন থামাতে ৩ জুন শুরু হয় অপারেশন ব্লু-স্টার। আর ৮ জুনের মধ্যে বিচ্ছিন্নতাবাদীদের দখল থেকে উদ্ধার হয় স্বর্ণমন্দির। সেই অভিযানে শতাধিক মানুষ নিহত হন এবং স্বর্ণমন্দিরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এর পরেই ইন্দিরা গান্ধীকে হত্যা করেন তাঁর শিখ দেহরক্ষীরা, যার পরপরই শিখবিরোধী দাঙ্গা ছড়িয়ে পড়ে।
চিদম্বরমের এই মন্তব্যে অস্বস্তিতে পড়ে গিয়েছে কংগ্রেস। সূত্রের খবর, দলের হাই কম্যান্ড প্রাক্তন অর্থমন্ত্রীর মন্তব্যে অসন্তুষ্ট। নিচুতলা থেকেও অভিযোগ জমা পড়ছে। কংগ্রেস সূত্র বলছে, চিদম্বরমের মতো ব্যক্তি যিনি ইউপিএ জমানার একেবারে শীর্ষস্তরের মন্ত্রী ছিলেন, সবরকম সুবিধা পেয়েছেন, তাঁর মতো নেতার মুখে এই ধরনের মন্তব্য মানায় না।