• গলছে বরফ, আগামী মাসেই নয়াদিল্লি-চিন বিমান পরিষেবা শুরু করবে ইন্ডিগো
    প্রতিদিন | ১২ অক্টোবর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে গলতে চলেছে সম্পর্কের বরফ। আগামী মাসেই নয়াদিল্লি-চিন সরাসরি বিমান পরিষেবা শুরু করতে চলেছে ইন্ডিগো। ইতিমধ্যেই কলকাতা থেকে সরাসরি চিনের গুয়াংঝৌ পর্যন্ত বিমান পরিষেবা শুরুর কথা ঘোষণা করেছে বিমান সংস্থাটি। আগামী ২৬ অক্টোবর থেকে শুরু হবে সেই পরিষেবা। তার মধ্যেই এবার রাজধানী থেকেও চিন পর্যন্ত সরাসরি বিমান পরিষেবা চালুর কথা ঘোষণা করল ইন্ডিগো।

    জানা যাচ্ছে, আগামী মাসের ১০ তারিখ থেকে নয়াদিল্লি থেকে চিনের গুয়াংঝৌ পর্যন্ত বিমান পরিষেবা শুরু করবে ইন্ডিগো। তবে শুধু চিন নয়, নয়াদিল্লি থেকে ভিয়েতনামের হ্যানয় পর্যন্তও সরাসরি বিমান চালাবে সংস্থাটি। সেটি শুরু হবে আগামী ২০ ডিসেম্বর থেকে। দুই দেশের মধ্যে বিমান পরিষেবা চালু হওয়ায় খুশি চিনা কনসুলেট। তবে দিল্লি এবং কলকাতা ছাড়া দেশের অন্য কোনও বিমানবন্দর থেকে এখনই শুরু হচ্ছে না চিনের উদ্দেশে সরাসরি বিমান। 

    প্রসঙ্গত, ২০২০ সালে কোভিড অতিমারীর জেরে প্রভাব পড়েছিল কৈলাস-মানস সরোবর যাত্রা, দু’দেশের মধ্যে সরাসরি বিমান চলাচল এবং ভিসার উপর। পরবর্তীতে গালওয়ান সংঘাতের কারণে ভারত-চিন সম্পর্কের অবনতি ঘটে। এরপর একাধিকবার সামরিক স্তরে বৈঠক হয় দুই দেশের। চলতি বছর বেজিং-এর সবুজ সংকেতের পর শুরু হয়েছে কৈলাস-মানস সরোবর যাত্রা। এমনকী চিনা নাগরিকদের টুরিস্ট ভিসা দেওয়ার কথাও ঘোষণা করেছে ভারত। এবার দু’দেশের মধ্যে সরাসরি বিমান পরিষেবাও শুরু হতে চলেছে। 
  • Link to this news (প্রতিদিন)