H.S পরীক্ষায় প্রথমবার AI প্রযুক্তি, নির্ভুল হবে উত্তরপত্র মূল্যায়ন
হিন্দুস্তান টাইমস | ১২ অক্টোবর ২০২৫
প্রথমবার সেমেস্টার পদ্ধতিতে অনুষ্ঠিত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় স্বচ্ছতা ও নির্ভুল নিশ্চিত করতে বড় পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গের উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। এবার থেকে উত্তরপত্র মূল্যায়নে ব্যবহার করা হবে কৃত্রিম মেধা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স । সংসদের দাবি, এই অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে পরীক্ষার্থীদের ওএমআর শিট বাতিল হওয়ার আশঙ্কা কার্যত শূন্যে নেমে আসবে।
এই বছর থেকেই সেমেস্টার ভিত্তিক পরীক্ষা চালু হয়েছে উচ্চমাধ্যমিকে। গত ২২ সেপ্টেম্বর শেষ হয়েছে প্রথম পর্বের পরীক্ষা, সম্পূর্ণ এমসিকিউ পদ্ধতিতে, যেখানে উত্তর দিতে হয়েছে ওএমআর শিটে। আগামী ৩১ অক্টোবর ফল প্রকাশের লক্ষ্য নির্ধারণ করেছে সংসদ। আর সেই ফল মূল্যায়নের ক্ষেত্রে প্রচলিত স্ক্যানিং পদ্ধতির বদলে এবার ব্যবহৃত হবে এআই-চালিত সিস্টেম। সংসদ একটি বেসরকারি তথ্যপ্রযুক্তি সংস্থার সঙ্গে চুক্তি করে প্রস্তুত করেছে এই মূল্যায়ন ব্যবস্থা। এর মধ্যে রয়েছে ‘অপটিক্যাল ক্যারেক্টার রেকগনিশন’ প্রযুক্তি, যা হাতে লেখা অক্ষরকে সঠিকভাবে শনাক্ত করে ডিজিটাল ডেটায় রূপান্তর করতে সক্ষম। ফলে রোল নম্বর বা রেজিস্ট্রেশনে হাতের লেখার সামান্য তারতম্য থাকলেও তা সহজেই পড়ে নিতে পারবে সিস্টেম। আগে দেখা যেত, ওএমআর শিটে বাড়তি কালির দাগ বা অসাবধানবশত চিহ্ন পড়লে পুরো উত্তরপত্র বাতিল হয়ে যেত। কিন্তু নতুন এআই পদ্ধতি নিজেই বিশ্লেষণ করবে কোন দাগ ইচ্ছাকৃত এবং কোনটি ভুলবশত তৈরি হয়েছে। এমনকি কোনও প্রশ্নে একাধিক অপশন চিহ্নিত থাকলেও এআই বুঝে নেবে কোন চিহ্নে বেশি চাপ বা স্পষ্ট রয়েছে এবং সেটিকেই ধরে নেবে পরীক্ষার্থীর দেওয়া প্রকৃত উত্তর।
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, এই প্রযুক্তি মূলত পড়ুয়াদের স্বার্থেই আনা হয়েছে। পরীক্ষার সময় তাড়াহুড়োতে অনেক সময় সামান্য ভুল হয়ে যায়। সেই ভুল যেন পরীক্ষার্থীর ক্ষতির কারণ না হয়।শিক্ষামহলের মতে, শুধু মূল্যায়নে নয়, ভবিষ্যতে প্রশ্নপত্র বিশ্লেষণ থেকে শুরু করে ফলপ্রকাশ ও পরিসংখ্যান তৈরিতেও এআই বড় ভূমিকা নেবে। এতে যেমন সময় সাশ্রয় হবে, তেমনই স্বচ্ছতার পরিবেশে বাড়বে পরীক্ষার্থীদের আস্থা।