• কবে থেকে ফের কবি সুভাষ স্টেশন থেকে ছাড়বে মেট্রো? বড় আপডেট দিলেন GM
    হিন্দুস্তান টাইমস | ১২ অক্টোবর ২০২৫
  • পিলারে ফাটলের জেরে গোটা কবি সুভাষ মেট্রো স্টেশনেরই সংস্কার করার সিদ্ধান্ত নিয়েছিল মেট্রো রেল কর্তৃপক্ষ। এর জেরে ব্লু লাইনে মেট্রো রুট সংক্ষিপ্ত আকারে চলছে। এর আগে জানা গিয়েছিল, শুধু যে পিলারে ফাটল, তাই নয়, বসে যাচ্ছে নিউ গড়িয়া মেট্রো স্টেশনের বিভিন্ন অংশ। এর জেরে তৈরি হয় বড়সড় দুর্ঘটনার আশঙ্কা। আর তার জেরেই বন্ধ হয়ে যায় কবি সুভাষ মেট্রো স্টেশন। এই আবহে ব্লু লাইনে মেট্রো পরিষেবাতেও দেখা গিয়েছে বিভ্রাট। তাই যাত্রীদের মনে প্রশ্ন, কবে থে ফের কবি সুভাষ থেকে চালু হবে ব্লু লাইনের মেট্রো পরিষেবা? জানা যাচ্ছে, আগামী ৬-৭ মাসের মধ্যেই কবি সুভাষ মেট্রো স্টেশনের কাজ সম্পন্ন করা হবে।

    উল্লেখ্য, কবি সুভাষ মেট্রো স্টেশনের কাজের জন্য ই-টেন্ডার জারি করেছিল কলকাতা মেট্রো ক্তৃপক্ষ। এই আবহে কলকাতা মেট্রোর ম্যানেজার শুভ্রাংশু শেখর মিশ্র বলেছেন, 'আমরা চেষ্টা করছি সবদিক বিবেচনা করে কাজ করার। ২০২৬ এর মধ্যে কাজ শেষ হয়ে যাবে।' এই আবহে রিপোর্টে দাবি করা হয়েছে, ২০২৬ সালের মাঝামাঝি সময় থেকে ফের কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে পরিষেবা চালু করা হতে পারে। মেট্রোর জিএম জানিয়েছেন, মেট্রো স্টেশনের কাঠামো এবং পুনির্মাণ সংক্রান্ত রিপোর্ট জমা পড়েছে। এই আবহে আগামী সপ্তাহ থেকে জোরকদমে শুরু হতে চলেছে কাজ। এদিকে আপাতত ব্লু লাইনে মেট্রো চলছে শহিদ ক্ষুদিরামের স্টেশন পর্যন্ত। সেই স্টেশনে ক্রসওভার তৈরি করার কথা। আগামী সপ্তাহের মধ্যে সেই ক্রসওভার তৈরি হয়ে যাবে বলে আশা ব্যক্ত করেন মেট্রোর জিএম।

    ২০১০ সালের মহালয়ার দিন উদ্বোধন হয়েছিল কবি সুভাষ মেট্রো স্টেশন। এই আবহে মাত্র ১৫ বছরের মধ্যেই এই স্টেশনের বেহাল দশা হয়। সেই স্টেশনের একাধিক স্তম্ভে ফাটল দেখা দিয়েছিল। এই আবহে এই স্টেশনটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় মেট্রোরেল কর্তৃপক্ষ। কবি সুভাষ মেট্রো স্টেশনে রেক এবং লাইনেও ত্রুটি ধরা পড়েছিল। এই আবহে গোটা স্টেশনের সংস্কার সম্পন্ন হওয়া পর্যন্ত শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর এবং দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম মেট্রো চলাচল করবে।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)