• পুরীর জগন্নাথ মন্দিরকে ‘রেড জ়োন’ হিসেবে ঘোষণা করল অসামরিক বিমান পরিবহণ দপ্তর
    এই সময় | ১৩ অক্টোবর ২০২৫
  • প্রশ্ন উঠছে পুরীর জগন্নাথ মন্দিরের নিরাপত্তা নিয়ে। জগন্নাথ মন্দিরে আশেপাশের এলাকায় একাধিক বার উড়েছে ড্রোন। এমনকী মন্দিরের উপরেও ড্রোন উড়তে দেখা গিয়েছে। নিরাপত্তার স্বার্থে একাধিক বিধিনিষেধ জারি করা হয় শ্রী জগন্নাথ মন্দির প্রশাসন কর্তৃপক্ষের তরফে। সেখানে ড্রোন ওড়ানো নিয়ে নিষেধাজ্ঞা জারি করাও হয়। তার পরেও এই এলাকায় ড্রোন উড়েছে বলে অভিযোগ। বারে বারে সেখানে ড্রোন ওড়ার ঘটনায় এ বার নড়েচড়ে বসল অসামরিক বিমান পরিবহণ দপ্তর । ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশনের (DGCA) তরফে পুরীর জগন্নাথ মন্দির চত্বরকে ‘রেড জ়োন’ হিসেবে ঘোষণা করা হয়েছে। তাদের তরফে জানানো হয়েছে, কেন্দ্রীয় সরকারের অনুমতি ছাড়া আর কোনও মতেই ওই এলাকায় ড্রোন ওড়ানো যাবে না।

    ওডিশার সরকার এবং শ্রী জগন্নাথ মন্দির প্রশাসন কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, গত ২৬ সেপ্টেম্বর ওই মন্দির চত্বরকে ‘রেড জ়োন’ হিসেবে ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগামী তিন বছরের জন্য এই নিষেধাজ্ঞা জারি থাকবে।

    জানানো হয়েছে, এই নিয়ম ড্রোনের পাশাপাশি সাধারণ বিমানের ক্ষেত্রেও প্রযোজ্য।

    ডিজিসিএ-র নিয়ম অনুসারে, রেড জ়োন এলাকা বলে চিহ্নিত দেশের কোনও অংশ বা স্থাপত্যর উপর দিয়ে বিমান বা অন্য কিছু ওড়ানো যাবে না। কেবলমাত্র ব্যতিক্রমী পরিস্থিতিতেই কেন্দ্রীয় সরকার ড্রোন ওড়ানোর অনুমতি দেবে।

    উল্লেখ্য, চলতি বছরেই একাধিক বার ড্রোন উড়েছে জগন্নাথ মন্দিরের উপর দিয়ে। বেশ কয়েক বার জগন্নাথ মন্দিরের উপর দিয়ে উড়ে যাওয়ার সময় ড্রোন বাজেয়াপ্ত করতে পেরেছে পুরী পুলিশ। গত শুক্রবারও সেখানে একটি ড্রোন উড়েছিল। ওই ড্রোনটিকেও বাজেয়াপ্ত করা হয়েছে। কারা, কেন এই ড্রোন উড়িয়েছিল তা তদন্ত করে দেখছে পুরীর পুলিশ।

    অন্য দিকে, DGCA-এর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে পুরীর জগন্নাথ মন্দির প্রশাসন কমিটি।

  • Link to this news (এই সময়)