• অক্টোবরের দ্বিতীয় সপ্তাহেই কুয়াশা! ধোঁয়াশায় ঢাকল দিল্লি, দীপাবলির আগেই বাতাসের গুণগত মান ঘিরে উদ্বেগ বাড়ছে
    আজকাল | ১৩ অক্টোবর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: বর্ষা যেতেই শীতের আমেজ পেতে শুরু করেছে দিল্লি। হালকা শিরশিরানি অনুভূত হচ্ছে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ থেকেই। শীতের আমেজ আসতেই দিল্লির বাতাসের গুণগত মান ঘিরে আবারও উদ্বেগ বাড়ছে। গতকাল থেকেই দিল্লির বাতাসের গুণগত মান আবারও ঊর্ধ্বমুখী। 

    সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, শনিবার দিল্লির বাতাসের গুণগত মান অর্থাৎ এয়ার কোয়ালিটি ইনডেক্স বা একিউআই ছিল ১৯৯। যা 'খারাপ' পর্যায়ের থেকে খানিকটা কম দূরত্বে ছিল। কিছুদিনের মধ্যেই 'খারাপ' পর্যায় অতিক্রম করতে চলেছে দিল্লির বাতাসের গুণগত মান। 

    মৌসম ভবন জানিয়েছে, গতকাল দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বিকেল চারটে নাগাদ দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স বা একিউআই ছিল ১৯৯। ২০১ থেকে ৩০০ এয়ার কোয়ালিটি ইনডেক্স বা একিউআই হল 'খারাপ' পর্যায়ের। গত জুন মাসে দিল্লিতে এয়ার কোয়ালিটি ইনডেক্স ছিল 'খারাপ' পর্যায়ে। অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে আবারও বাতাসের গুণগত মান সেই পর্যায়ের দিকেই এগোচ্ছে। রবিবার দিল্লিতে বৃষ্টির সম্ভাবনা নেই। মূলত পরিষ্কার আকাশ থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ৩১ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। 

    শীত আসতে না আসতেই দিল্লির বাতাসের গুণগত মানের আবারও অবনতি হতে শুরু করেছে। সামনেই দীপাবলি। তার এক সপ্তাহ আগে থেকেই বাতাসের গুণগত মান ঘিরে বাড়ছে উদ্বেগ। উৎসবের আবহে দিল্লির একিউআই 'গুরুতর' পর্যায়েও পৌঁছতে পারে। যদিও এখনও পর্যন্ত নিষেধাজ্ঞা ঘিরে কোনও বিবৃতি জারি করা হয়নি। 

    বাতাসের গুণগত মানের অবনতি হতেই কমে যায় দৃশ্যমানতাও। এর ফলে দিল্লির আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান পরিষেবা ফের ব্যাহত হয় প্রতি বছর। দেরিতে ওঠানামা করছে অধিকাংশ বিমান। ধীর গতিতে ট্রেন চলাচল করে। রাস্তাঘাটে যানজটের সৃষ্টিও হয়েছে। কনকনে শীতের আমেজ উপভোগ করার পরিবর্তে ভোগান্তি পোহাতে হয় সাধারণ মানুষকে। 

    অন্যদিকে দিল্লির বাতাসের গুণগত মান ৩০০ দাঁড়ালেই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও ছুটি ঘোষণা করা হয়। গত বছর নভেম্বর মাসে দিল্লির সরকারের তরফে ঘোষণা করা হয়েছিল, পঞ্চম শ্রেণি পর্যন্ত সমস্ত সরকারি, বেসরকারি স্কুলের ক্লাস বাতিল করার। অনলাইনে ক্লাস চলবে এই আবহে। পাশাপাশি হরিয়ানার শিক্ষা দপ্তরের তরফেও ঘোষণা করা হয়েছিল, রাজ্যে পঞ্চম শ্রেণি পর্যন্ত সমস্ত স্কুলের ক্লাস বাতিল থাকবে। দূষণ পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত অনলাইনে ক্লাস করানো হবে। দীপাবলির আশেপাশে দিল্লি এনবিআর, হরিয়ানা, পাঞ্জাবেও বাতাসের গুণগত মান ঘিরে উদ্বেগ বাড়তে থাকে। 
  • Link to this news (আজকাল)