• ২০ বছরের সাধের অশ্বত্থ গাছ কাটা পড়ায় হাপুস নয়নে কান্না বৃদ্ধার, হৃদয়বিদারক ভিডিও শেয়ার কেন্দ্রীয় মন্ত্রীর...
    আজকাল | ১৩ অক্টোবর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর শেয়ার করা এক হৃদয়বিদারক ভিডিও সম্প্রতি নাড়িয়ে দিয়েছে নেটমাধ্যমকে। ভিডিওতে দেখা যাচ্ছে, ছত্তিশগড়ের এক অশীতিপর বৃদ্ধা তাঁর নিজের হাতে লাগানো একটি অশ্বত্থ গাছ কেটে ফেলায় আকুল কান্নায় ভেঙে পড়েছেন। প্রায় দু'দশক ধরে সন্তানের স্নেহে লালন করা গাছটিকে হারিয়ে তাঁর এই বিলাপ দেখে চোখে জল নেটিজেনদেরও। রিজিজু এই দৃশ্যকে 'হৃদয়বিদারক' আখ্যা দিয়ে এমন ঘটনার মানসিক এবং পরিবেশগত প্রভাবের দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন।

    সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ছত্তিশগড়ের খয়রাগড় জেলার সারা গোন্দি গ্রামের। ভিডিওর ওই বৃদ্ধার নাম দেওলা বাই, বয়স ৮৫। জানা গিয়েছে, ব্যক্তিগত লাভের জন্যই অশ্বত্থ গাছটি কেটে ফেলা হয়। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, ভূপতিত গাছটিকে ঘিরে রয়েছেন বিক্ষুব্ধ গ্রামবাসীরা, আর তার পাশে বসে অঝোরে কেঁদে চলেছেন দেওলা বাই।

    গ্রামের বাসিন্দা প্রমোদ পটেলের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নামে। খয়রাগড়-ছুইখাদান-গণ্ডাই (কেসিজি) জেলার পুলিশ ইতিমধ্যেই এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

    থানার আধিকারিক (এসএইচও) অনিল শর্মা জানিয়েছেন, গাছটি সরকারি জমিতে থাকলেও প্রায় ২০ বছর ধরে তা গ্রামবাসীদের কাছে অত্যন্ত প্রিয় ছিল এবং এর পাশাপাশি তাঁদের আবেগের সঙ্গে জড়িয়ে গিয়েছিল।

    অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংবিধানের (বিএনএস) একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে রয়েছে ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার উদ্দেশ্যে কৃতকর্মের জন্য ২৯৮ নম্বর ধারা, অনিষ্ট সাধনের জন্য ২৩৮ নম্বর ধারা এবং ৩(৫) নম্বর ধারা। পাশাপাশি, সরকারি সম্পত্তি নষ্ট প্রতিরোধ আইনের ৩ নম্বর ধারাতেও অভিযোগ আনা হয়েছে। ধৃত দু'জনকেই আদালতে তোলা হলে বিচারক তাঁদের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।

    প্রসঙ্গত, কিছুদিন আগেই ছত্তিশগড়ে ভয়াবহ ঘটনা ঘটে। ঘুরতে যাওয়াই কাল হল! ভিন রাজ্য থেকে বাংলায় ফেরার ট্রেনে ওঠার আগেই সব শেষ। ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন বাংলার পাঁচ পর্যটক। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও অনেকে। দুর্ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে ভিন রাজ্যে। 

    সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, দুর্ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ে। পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার দুর্ঘটনাটি ঘটে কবীরধাম জেলায়। এসইউভি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ট্রাকের। দুর্ঘটনায় এখনও পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও পাঁচজন। অনেকেরই শারীরিক অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারার আশঙ্কা রয়েছে। 

    পুলিশ আরও জানিয়েছে, গাড়ির সকল সদস্যরাই পশ্চিমবঙ্গের বাসিন্দা ছিলেন। মধ্যপ্রদেশে ঘুরতে গিয়েছিলেন। কানহা ন্যাশনাল পার্ক থেকে ফেরার পথে বিলাসপুর থেকে ট্রেন ধরার কথা ছিল। গাড়িতে তাঁরা বিলাসপুরের উদ্দেশে রওনা দিয়েছিলেন। সেখান থেকে কলকাতা গামী ট্রেনে ওঠার কথা ছিল তাঁদের। স্টেশনে পৌঁছনোর আগেই ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েন তাঁরা। 

    প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, গতকাল বিকেল সাড়ে চারটে নাগাদ দুর্ঘটনাটি ঘটে। গাড়িটিতে চালক সহ মোট ১০ জন যাত্রী ছিলেন। ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর ঘটনাস্থলেই তিনজন মহিলা, এক ব্যক্তি এবং এক নাবালিকার মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে আরও দুই কিশোরী রয়েছে। গুরুতর আহতদের রাইপুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। 
  • Link to this news (আজকাল)