স্বামীর গায়ে হাত! ক্ষোভে মহিলার গালে সপাটে চড় নেত্রীর, ক্ষমা চাইতে বাধ্য করার ভিডিও ভাইরাল...
আজকাল | ১৩ অক্টোবর ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: স্বামীর সঙ্গে বচসার 'অপরাধে' এক মহিলাকে সপাটে চড় মারলেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস)-র এক নেত্রী। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের থানের একটি রেল স্টেশনে। ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। তাতে দেখা যাচ্ছে, স্বরা ঘাটে নামে ওই মনসে নেত্রী রাজ ঠাকরের দলের একাধিক পুরুষ কর্মীর সামনে ওই মহিলাকে গোটা মহারাষ্ট্রের কাছে ক্ষমা চাইতে বাধ্য করছেন।
দলীয় কর্মীদের দাবি, থানের কালওয়া স্টেশনে ভিড়ের সময় লোকাল ট্রেন থেকে নামতে গিয়ে ওই মহিলার সঙ্গে ধাক্কা লাগে এমএনএস নেত্রীর স্বামীর। তিনি ক্ষমা চেয়ে নিলেও মহিলা শান্ত না হয়ে উল্টে ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং তাঁকে গালিগালাজ করেন। অভিযোগ, মারাঠিদের উদ্দেশেও অপমানজনক মন্তব্য করেন ওই মহিলা, এমনকী স্বামীর গালে চড়ও মারেন। এমএনএস নেত্রীর স্বামীর আরও অভিযোগ, ওই মহিলা তাঁর কলার ধরে হেনস্থা করেন। এই ঘটনায় ক্ষুব্ধ হয়েই স্বামীকে সঙ্গে নিয়ে ওই মহিলাকে কালওয়ায় দলের অফিসে ধরে নিয়ে যান স্বরা।
অফিসের ভিতরের একটি ভিডিওতে দেখা যায়, ওই মহিলা হাতজোড় করে ক্ষমা চাইছেন। তিনি বলছেন, "আজ কালওয়া স্টেশনে আমার সঙ্গে একটি ঘটনা ঘটেছে। আমি এক জন মরাঠি মানুষকে আঘাত দিয়েছি। তাঁকে গালিগালাজ করেছি, তাঁর গায়ে হাতও তুলেছি। তার জন্য আমি সমস্ত মহারাষ্ট্র এবং মারাঠিদের কাছে ক্ষমা চাইছি। ধন্যবাদ।"
এর পরেই স্বরা ওই মহিলার গালে সপাটে একটি চড় কষিয়ে বলেন, "মহারাষ্ট্রের লোকেদের নিয়ে এই কথা আর কখনও বলবি না। বুঝেছিস? ব্যাস!"
পরে স্বরা বলেন, "এক জন মহিলা এক জন পুরুষের গায়ে হাত তুলছে, আর সে কিছুই বলছে না। আইন কি শুধু মহিলাদের জন্য? উনি আধ ঘণ্টা ধরে আমার স্বামীকে গালিগালাজ করে গিয়েছেন, আমি কিচ্ছু বলিনি। আমি ওঁর বিরুদ্ধে মামলা করতে যাচ্ছিলাম, কিন্তু ওঁর মেয়ে এবং পরিবারের কথা ভেবে ছেড়ে দিচ্ছি।"
ঘটনার তীব্র নিন্দা করেছেন এনসিপি (এসপি) নেত্রী সুপ্রিয়া সুলে। তিনি বলেন, "আমি সকলকে অনুরোধ করছি, মারামারি-ঝগড়া করা ভাল জিনিস নয়। পুলিশের তদন্ত করা উচিত। দেশটা এ ভাবে চলবে না। দেশ চলবে সংবিধান মেনে। মারামারি বা ঝগড়া দিয়ে দেশ চলে না।"