• বিহারে গেরুয়া জোটের আসন রফা চূড়ান্ত, সমান সিটে লড়বে বিজেপি-জেডিইউ
    বর্তমান | ১৩ অক্টোবর ২০২৫
  • নয়াদিল্লি, ১২ অক্টোবর : একদিকে প্রবল সরকার বিরোধী হাওয়া। অন্যদিকে, শরিকি চাপ। সব মিলিয়ে বিহারে প্রবল চ্যালেঞ্জের মুখে গেরুয়া শিবিরের ভবিষ্যৎ। এই পরিস্থিতিতে জোট বাঁচাতে নিজেদের ভাগের আসন ছাড়তে বাধ্য হল বিজেপি এবং জেডিইউ। গতবারের তুলনায় এবার কম আসনে লড়াইয়ে শেষ পর্যন্ত রাজি হল দুই দলই। নয়া ফর্মুলা অনুযায়ী ১০১টি করে আসনে লড়াই করবে বিজেপি এবং নীতীশ কুমারের দল জেডিইউ। জোটের তৃতীয় বৃহত্তম শরিক চিরাগ পাসোয়ানের এলজেপি’কে ছাড়া হয়েছে মাত্র ২৯টি আসন। আজ, রবিবার দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকের পরে আসন ভাগাভাগির চূড়ান্ত রূপরেখা ঘোষণা করা হয়।

    বিহার বিধানসভার মোট আসন সংখ্যা ২৪৩। তার মধ্যে জেডিইউ লড়েছিল ১১৫টিতে। আর ১১০টিতে বিজেপি প্রার্থী দেয়। জিতানরাম মাঝির ‘হাম’কে সাতটি আসন ছাড়া হয়েছিল। অন্যদিকে, আলাদা লড়ে ১৩৪টি আসনে প্রার্থী দিয়েছিল চিরাগের দল এলজেপি। কিন্তু এবার আসন রফার সমীকরণ কী হবে, তা নিয়ে এনডিএ-র শরিকদের মধ্যে আকচা আকচি তুঙ্গে উঠেছিল। প্রথম থেকেই নিজেদের ভাগের আসন ছাড়তে নিমরাজি ছিল নীতীশ কুমারের দল। আবার চিরাগ পাশোয়ানের লোক জনশক্তি পার্টি এবং জিতানরাম মাঝির ‘হাম’ বেশি আসনের জন্য চাপ বাড়াচ্ছিল। শেষ পর্যন্ত ঠিক হয়েছে,  বিজেপি এবং জেডিইউ সমান সংখ্যক আসনে (১০১) লড়বে। চিরাগের এলজেপি’কে ২৯ আসন ছাড়া হয়েছে। এছাড়া আরএলএম এবং হাম প্রার্থী দেবে ছ’টি করে আসনে।
  • Link to this news (বর্তমান)