• দুর্গাপুরে প্রশাসনের বিরুদ্ধে কড়া আক্রমণ লকেটের
    দৈনিক স্টেটসম্যান | ১৩ অক্টোবর ২০২৫
  • বিজেপি নেতা লকেট চ্যাটার্জি দুর্গাপুরের সাম্প্রতিক গণধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকে তীব্র আক্রমণ করে বলেন, ‘এখানে বিল্ডিংয়ে ‘‘ইমার্জেন্সি’’ লেখা আছে, কিন্তু সেটি বন্ধ।’

    তিনি আরও অভিযোগ করেন, ‘এটি তো ২৪ ঘণ্টা খোলা থাকা উচিত, মুখ্যমন্ত্রীর নির্দেশে পুলিশ ভিতরে রয়েছেন, পুলিশ কেন ভিতরে থাকবে?… ডাক্তাররা বাইরে, পুলিশ ভিতরে। এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসন চলছে। এখানে তালিবান বা পাকিস্তানের মতো শাসন চলছে।’ লকেট আরও বলেন, ‘মুখ্যমন্ত্রী কোনও মেয়েকে রাতে বেরুতে নিষেধ করেছেন, কারণ প্রাণী তাকে খেয়ে ফেলতে পারে। অপারেশন সিঁদুরের সময় সোফিয়া কুরেশি এবং ভ্যোমিকা সিং সেখানে রাতে গিয়েছিলেন এবং আক্রমণ হয়েছে। এটাই হল পশ্চিমবঙ্গের মানুষের বর্তমান অবস্থা। পশ্চিমবঙ্গের মহিলারা এর জবাব দেবেন।’

    লকেটের এই কড়া মন্তব্যের প্রেক্ষিতে রাজনৈতিক মহলে বিতর্ক শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দা ও স্বাস্থ্যকর্মীরা জানিয়েছেন, ইমার্জেন্সি ইউনিট বন্ধ থাকলে তা মানবিক সংকট ও নিরাপত্তার প্রশ্নকে বাড়িয়ে দেয়। ডাক্তাররা যদি জরুরি সেবার বাইরে থাকেন, তাহলে রোগী সেবার ক্ষেত্রে তার গভীর প্রভাব পড়ে। ফলে স্থানীয়দের মধ্যে এই বিষয়ে উদ্বেগ বেড়েছে।

    প্রসঙ্গত, বিগত কয়েক দিনে দুর্গাপুরে ঘটে যাওয়া ঘটনাগুলি নিয়ে মানুষের মনে উদ্বেগ বেড়েছে। রাজনৈতিক দলগুলোর তীব্র আক্রমণ ও প্রতিক্রিয়ার মাঝে স্থানীয় মানুষ তাড়াতাড়ি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও নিরাপত্তা ফিরিয়ে আনার দাবি তুলেছে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)