• ২০২৬ এর মাঝামাঝি চালু হতে পারে কবি সুভাষ মেট্রো স্টেশন
    দৈনিক স্টেটসম্যান | ১৩ অক্টোবর ২০২৫
  • ২০২৬ এর মাঝামাঝি চালু হতে পারে কবি সুভাষ মেট্রো স্টেশন। স্টেশনের একাধিক পিলারে ফাটল দেখা দেওয়ার পর ২০২৫ সালের ২৮ জুলাই থেকে কবি সুভাষ স্টেশনে ব্লু লাইনের পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ করে দেয় মেট্রো কর্তৃপক্ষ। নিরাপত্তার স্বার্থে নেওয়া এই সিদ্ধান্তে চরম ভোগান্তিতে পড়েছেন নিত্যযাত্রীরা। তবে সেই অপেক্ষার অবসান হতে পারে আর কয়েক মাসের মধ্যে। কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে, আগামী বছরের মাঝামাঝি সময় থেকেই যাত্রীদের জন্য ফের খুলে দেওয়া হবে কবি সুভাষ স্টেশন।

    মেট্রোর নতুন জেনারেল ম্যানেজার শুভ্রাংশু শেখর মিশ্র জানিয়েছেন, স্টেশনটি বহু পুরনো এবং পরিকাঠামোর দিক থেকে বেশ কিছু সমস্যা দেখা গিয়েছে। তাই পুরো স্টেশন ভেঙে নতুন করে নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই স্টেশন পুনর্নির্মাণের জন্য ই-টেন্ডার জারি করা হয়েছে। এই প্রকল্পে খরচ ধরা হয়েছে প্রায় ৯.৪২ কোটি টাকা। কাজ শেষ হওয়ার সম্ভাব্য সময়সীমা হিসেবে ধরা হয়েছে ২০২৬ সাল। তবে স্টেশন আংশিকভাবে আগামী ৬-৭ মাসের মধ্যেই ব্যবহারযোগ্য করে তোলা হবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

    ২০১০ সালে তৈরি হওয়া কবি সুভাষ মেট্রো স্টেশনটি ব্লু লাইনের দক্ষিণ প্রান্তের শেষ স্টেশন। মোট ২১টি পিলারের মধ্যে অন্তত চারটিতে বড় ফাটল দেখা দিয়েছিল। প্ল্যাটফর্মের একাংশ বসে যাওয়ায় ঝুঁকি আরও বেড়ে গিয়েছিল। পরিকাঠামোর ত্রুটি চিহ্নিত করতে একটি বিশেষ সমীক্ষক সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়, যাদের রিপোর্টের ভিত্তিতেই নেওয়া হয়েছে পুনর্গঠনের সিদ্ধান্ত। সংশ্লিষ্ট সংস্থার রিপোর্ট ইতিমধ্যেই জমা পড়েছে। মেট্রোর তরফে জানানো হয়েছে, আগামী সপ্তাহ থেকেই জোরকদমে কাজ শুরু হবে।

    এছাড়াও শহিদ ক্ষুদিরাম স্টেশনের পরে যে নতুন ক্রসওভার নির্মাণের কাজ চলছিল, সেটিও আগামী সপ্তাহের মধ্যেই শেষ হবে বলে জানানো হয়েছে। সব মিলিয়ে, যাত্রী পরিষেবায় গতি আনতে এবং নিরাপত্তা বজায় রাখতে দ্রুতগতিতে কাজ চালাচ্ছে মেট্রো রেল।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)