সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাইলটদের প্রশিক্ষণে গুরুতর নিয়মলঙ্ঘন। যার জেরে বিমানসংস্থা ইন্ডিগোকে ৪০ লক্ষ টাকা জরিমান করল অসামরিক বিমান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ। জানা যাচ্ছে, নতুন পাইলটদের প্রশিক্ষণে ইচ্ছাকৃতভাবে ভুল সিমুলেটর ব্যবহার করা হয়েছিল ইন্ডিগোর তরফে।
কিছু কিছু বিমানবন্দর রয়েছে যেখানে বিমান অবতরণ ও উড়ান রীতিমতো ঝুঁকিপূর্ণ। এই বিমানবন্দরগুলিকে ‘ক্যাটাগরি সি অ্যারোড্রোম’ তালিকায় রাখা হয়। কাটমান্ডু, কালিকট বিমানবন্দরগুলি এই তালিকাভুক্ত। এই সব বিমানবন্দরে উড়ান ও অবতরণের প্রশিক্ষণে বিশেষ সিমুলেটর ব্যবহার করতে হয়। অভিযোগ, ইন্ডিগোর তরফে পাইলটদের প্রশিক্ষণের সময় অযোগ্য সিমুলেটর ব্যবহার করা হয়েছিল। যার জেরে গত ১১ আগস্ট ট্রেনিং ডাইরেক্টরকে শোকজ করেছিল ডিজিসিএ। তবে যে উত্তর ইন্ডিগোর তরফে দেওয়া হয় তা উপযুক্ত বলে মনে করেনি ডিজিসিএ। যার জেরেই দু’দফায় ৪০ লক্ষ টাকা জরিমানা করেছে অসামরিক বিমান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ।
উল্লেখ্য, সিমুলেটর হল এক ধরনের কম্পিউটার সিস্টেম। যাতে প্রশিক্ষণ কেন্দ্রে বসেই বিমান উড়ানোর প্রশিক্ষণ দেওয়া হয়। আসল বিমানের মতোই কাজ করে সিমুলেটর। যেখানে থাকে বিমানের ককপিটের মতো সমস্ত যন্ত্রপাতি। কৃত্রিমভাবে আকাশে ওড়ার পাশাপাশি অবতরণেরও যাবতীয় প্রশিক্ষণ নিখুঁত পদ্ধতিতে দেওয়া হয়ে থাকে।
অবশ্য ইন্ডোগোকে জরিমানা এই প্রথমবার আগেও যাত্রী পরিষেবায় ত্রুটির জেরে জরিমানা করা হয়েছে এই বিমান সংস্থাকে। গত আগস্ট মাসে এই যাত্রীকে নোংরা আসন দেওয়ার অভিযোগে ১.৫ লক্ষ টাকা জরিমানা করেছিল ডিজিসিএ।